কেন্দ্র সরকারি কর্মীদের GPF-এ সুদের হার কত করা হয়েছে? এতে আপনার কী লাভ হবে ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
জেনারেল প্রভিডেন্ট ফান্ড শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মীরা তাঁদের বেতনের একটা অংশ এই ফান্ডে জমা করেন।
advertisement
1/7

সম্প্রতি জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ৪ অক্টোবর ২০২৩-এ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
advertisement
2/7
২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে জিপিএফ এবং লিঙ্কড ফান্ডে সুদের হার অপরিবর্তিত রেখেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এটা প্রত্যাশিতই ছিল। কারণ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সাধারণত পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হারের অনুরূপ হয়। যা ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে স্থিতিশীল ছিল।
advertisement
3/7
জেনারেল প্রভিডেন্ট ফান্ড কী: জেনারেল প্রভিডেন্ট ফান্ড শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মীরা তাঁদের বেতনের একটা অংশ এই ফান্ডে জমা করেন। অবসর গ্রহণের সময় তাঁদের সুদ সমেত সেই টাকা ফেরত দেওয়া হয়। অর্থ মন্ত্রক প্রতি ত্রৈমাসিকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার পর্যালোচনা করে।
advertisement
4/7
জিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফের মতো একটি স্কিম কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ প্রতি ত্রৈমাসিকে জিপিএফ এবং অন্যান্য অনুরূপ তহবিল যেমন সিপিএফ, এ আইএসপিএফ, এসআরপিএফ। এএফপিপিএফ-এর সুদের হার ঘোষণা করে।
advertisement
5/7
অর্থ মন্ত্রক বলেছে যে রাজ্য রেলওয়ে তহবিল, অবদানকারী ভবিষ্য তহবিল, আর্মড পার্সোনেল প্রভিডেন্ট ফান্ড এবং অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে অন্যান্য সরকারি ভবিষ্য তহবিলের সুদের কোনও পরিবর্তন হয়নি। চতুর্থ প্রান্তিকে এটি ৭.১ শতাংশ। এর আগেও জুলাই-সেপ্টেম্বর ২০২৩-২৪ ত্রৈমাসিকে, জিপিএফ সুদের হার ছিল মাত্র ৭.১ শতাংশই।
advertisement
6/7
ইপিএফ-এ সুদের হার: ইপিএফ ডিপোজিটে ২০২২-২৩ অর্থবর্ষে ৮.১৫ শতাংশের নতুন সুদের হার দেওয়া হচ্ছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বছরে একবার সুদ দেওয়া হয়, ৩১ মার্চ। তবে সুদের হার মাসিক ভিত্তিতে গণনা করা হয়।
advertisement
7/7
ইপিএফও-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে ১৯৫২-এর অনুচ্ছেদ ৬০(১)-এর অধীনে বছরের জন্য ৮.১৫ শতাংশ হারে সুদের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। ২০২২-২৩ ইপিফ স্কিমের প্রতিটি সদস্যের অ্যাকাউন্টে সেই অনুযায়ী সুদের হার জমা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কেন্দ্র সরকারি কর্মীদের GPF-এ সুদের হার কত করা হয়েছে? এতে আপনার কী লাভ হবে ?