TRENDING:

চ্যাট জিপিটি ব্যবহার করে টাকা বাঁচান, কীভাবে? জানালেন বিশেষজ্ঞরা!

Last Updated:
চ্যাট জিপিটি ব্যবহার করে কীভাবে নগদ সঞ্চয় করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু হয়েছে। বিশেষজ্ঞরাও কিছু মতামত দিয়েছেন।
advertisement
1/6
চ্যাট জিপিটি ব্যবহার করে টাকা বাঁচান, কীভাবে? জানালেন বিশেষজ্ঞরা!
ধুন্ধুমার ফেলে দিয়েছে চ্যাট জিপিটি। বিশ্ব জুড়ে আলোড়ন। অনায়স দক্ষতায় ছবি আঁকছে, কবিতা লিখছে, উত্তর দিচ্ছে কঠিনতম প্রশ্নের, অবলীলায় বুঝিয়ে দিচ্ছে আইনের জটিল মারপ্যাঁচ। সবেতেই দক্ষ সে। একেবারে ‘সর্বঘটে কাঁঠালি কলা’। বিশেষজ্ঞরা বলছেন, এ তো সবে শুরু। সফটওয়্যার যত উন্নত হবে চ্যাট জিপিটি-র দক্ষতাও তত বাড়বে।
advertisement
2/6
বলে রাখা ভাল, চ্যাট জিপিটি হল সবচেয়ে প্রচলিত এআই চ্যাটবট পরিষেবাগুলির মধ্যে অন্যতম। আবির্ভাবেই আকাশছোঁয়া জনপ্রিয়তা। মানুষ হামলে পড়ে ব্যবহার করছেন চ্যাট জিপিটি। মাঝে মধ্যে তো সাইটটি খুঁজেই পাওয়া যাচ্ছে না।
advertisement
3/6
এখন কেউ বলতে পারে, চ্যাট জিপিটি-র এত প্রশংসা করছ বাপু, কিন্তু ও কি টাকা বাঁচাতে পারবে? জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এখানে একটু দক্ষতা দেখাক না! চ্যাট জিপিটি বলে দিক, কীভাবে টাকা বাঁচানো সম্ভব। চ্যাট জিপিটি ব্যবহার করে কীভাবে নগদ সঞ্চয় করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু হয়েছে। বিশেষজ্ঞরাও কিছু মতামত দিয়েছেন।
advertisement
4/6
সস্তা ফ্লাইটের খোঁজ: বেড়াতে যাওয়ার জন্য সবচেয়ে সস্তা কোন বিমান? এর হদিশ দিতে পারে চ্যাট জিপিটি। শুধু তাই নয়, সস্তায় ঘোরার পরিকল্পনাও ছকে দিতে পারে চ্যাট জিপিটি। ফ্রিবাইহাব-এর প্রতিষ্ঠাতা দীপক টেলর বলছেন, ‘এপ্রিল মাসে ৩০ পাউন্ডের কমে লন্ডন থেকে কোথায় ফ্লাই করতে পারি’? চ্যাট জিপিটি-র কাছে জানতে চেয়েছিলাম। উত্তরও দিয়েছে’।
advertisement
5/6
সস্তা বিকল্প পণ্যের খোঁজ: মুদ্রাস্ফীতি চরমে। তাই জনপ্রিয় পণ্য এবং পরিষেবাগুলির জন্য সস্তা বিকল্পের সন্ধান করছেন অনেকেই। এতে সাহায্য করতে পারে চ্যাট জিপিটি। গ্রাহকের তালিকা অনুযায়ী মুদিখানা থেকে স্টেশনারি দ্রব্যের সস্তা বিকল্প কী হতে পারে, তার চটজলদি হদিশ দিতে চ্যাট জিপিটি-র বিকল্প নেই। সানি অ্যাভিনিউয়ের প্রতিষ্ঠাতা এবং মালিক স্টুয়ার্টের কথায়, ‘চ্যাট জিপিটি দুর্দান্ত। সব প্রশ্নের উত্তর আছে। আর সঠিক তথ্য সহ। কী করলে ইলেকট্রিকের বিল কম আসবে, ট্যাক্স কীভাবে বাঁচানো যায়, নেটফ্লিক্সের চেয়ে সস্তা কী হতে পারে – চ্যাট জিপিটি বলে দেবে এক চুটকিতে’।
advertisement
6/6
আর্থিক পরিকল্পনায় সাহায্য: কেউ যদি নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে চায়, তাহলেও চ্যাট জিপিটি সাহায্য করতে পারে। ক্যাশফ্লোটের আর্থিক বিশেষজ্ঞ সারাহ কনেলি বলেন, ‘চ্যাট জিপিটির এআই বট আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে তো বটেই কীভাবে অর্থ সাশ্রয় করা যায় সেই বিষয়েও পরামর্শ দিতে পারে। এটা গ্রাহককে আরও সচেতন সিদ্ধান্ত নিতে এবং দীর্ঘমেয়াদে অর্থ সঞ্চয় করতে সহায়তা করবে’।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চ্যাট জিপিটি ব্যবহার করে টাকা বাঁচান, কীভাবে? জানালেন বিশেষজ্ঞরা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল