TRENDING:

SIP বিনিয়োগ করছেন? ১০, ১৫ এবং ২০ বছরে এই পরিমাণ টাকা রাখলে অনায়াসে হয়ে উঠবেন কোটিপতি

Last Updated:
যেহেতু বিনিয়োগকারী SIP বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে সুদ পান, তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগ আরও সম্পদ সংগ্রহ করতে সহায়তা করে।
advertisement
1/11
SIP বিনিয়োগ করছেন? ১০, ১৫ এবং ২০ বছরে এই পরিমাণ টাকা রাখলে হয়ে উঠবেন কোটিপতি
মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) বিনিয়োগের জন্য একটি কার্যকরী হাতিয়ার হয়ে উঠেছে। এগুলি বিনিয়োগকারীকে ৫০০ টাকার মধ্যে বিনিয়োগ শুরু করার স্বাধীনতা দেয় এবং একটি SIP-তে একটি মাঝারি মাসিক বিনিয়োগের মাধ্যমে যে কেউ মাত্র ১০ বছরের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ গড়ে তুলতে পারে পারেন।
advertisement
2/11
যেহেতু বিনিয়োগকারী এসআইপি বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে সুদ পান, তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগ আরও সম্পদ সংগ্রহ করতে সহায়তা করে। যদিও এসআইপি বিনিয়োগগুলি ইক্যুইটি, ঋণ, সোনা এবং মিউচুয়াল ফান্ডের অন্যান্য সংমিশ্রণে পাওয়া যায়। কেউ স্বল্প, মাঝারি কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগের সময়কাল বেছে নিতে পারেন।
advertisement
3/11
এসআইপি বিনিয়োগ ইক্যুইটি পারফরমেন্সের সঙ্গে যুক্ত বলে কেউ চক্রবৃদ্ধি সুদ পান। তাই মূলধন সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বৃদ্ধি পায়।
advertisement
4/11
BankBazaar.com-এর সিইও আদিল শেঠি জানিয়েছেন যে, "দীর্ঘমেয়াদে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইক্যুইটির মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলিও অত্যন্ত নিরাপদ হয়ে ওঠে এবং বিনিয়োগকারীর নেতিবাচক পোর্টফোলিও রিটার্নের সম্ভাবনা ভারতীয় ইক্যুইটিগুলিতে কার্যত শূন্য।"
advertisement
5/11
এক নজরে দেখে নেওয়া যাক, ১০, ১৫ এবং ২০ বছরে এসআইপি বিনিয়োগের মাধ্যমে ১ কোটি টাকার তহবিল গড়ার উপায় -
advertisement
6/11
এখানে সমস্ত সময়কালের গণনার জন্য, আমরা ১২ শতাংশের একটি আদর্শ বার্ষিক সুদের হার নিচ্ছি। এবার দেখে নেওয়া যাক ১০ বছরে ১ কোটি টাকার তহবিল গড়ে তোলার উপায় -
advertisement
7/11
১. যেহেতু এখানে লক্ষ্য ১০ বছরে কোটিপতি হওয়া, তাই প্রতি মাসে এসআইপি হবে ৪৩,০৪১ টাকা। ২. অর্থাৎ ১০ বছরে মোট ৫১.৬৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে এবং একই সময়ে সেটা ৪৮.৩৫ লক্ষ টাকার মূলধনের লাভ পাবে। ৩. সুতরাং ১০ বছর পরে মোট রিটার্ন হবে ১ কোটি টাকা।
advertisement
8/11
১৫ বছরে ১ কোটি টাকার তহবিল গড়ার উপায় - ১. কেউ যদি ১৫ বছরে ১ কোটি টাকা জমা করতে চান, তাহলে প্রতি মাসে এসআইপি-তে বিনিয়োগ করতে হবে ১৯,৮১৯ টাকা এবং তিনি সামগ্রিক ভাবে ৩৫.৬৭ লক্ষ টাকা বিনিয়োগ করবেন। ২. এই বিনিয়োগের পরে বিনিয়োগকারী ৬৪.৩৩ লক্ষ টাকার মূলধন লাভ পাবেন, যেখানে মোট আয় হবে ১ কোটি টাকা।
advertisement
9/11
২০ বছরে ১ কোটি টাকার তহবিল গড়ার উপায় - ১. কেউ যদি ২০ বছরে ১ কোটি টাকা পেতে চান, তাহলে প্রতি মাসে নিজেদের এসআইপি-তে বিনিয়োগ করতে হবে ১০,০০৯ টাকা। ২. মোট বিনিয়োগ হবে ২৪.০২ লাখ টাকা এবং এতে ৭৫.৯৮ লাখ টাকা মূলধন লাভ পাওয়া যাবে। ৩. সুতরাং ২০ বছরে মোট রিটার্ন হবে ১ কোটি টাকা।
advertisement
10/11
সময়কাল যত বেশি, এসআইপি তত কম - ১. কেউ যদি উপরের হিসাবটি বিশ্লেষণ করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে, ১০ বছরে ১ কোটি টাকা জমা করতে প্রতি মাসে ৪৩.০৪১ টাকা বিনিয়োগ করতে হবে। ২. কিন্তু তিনি যদি বিনিয়োগের সময়কাল ২০ বছর করেন, তাহলে প্রতি মাসে এসআইপি বিনিয়োগ ১০,০০৯ টাকার মতো হবে, যা ১০ বছরে ১ কোটি টাকা জমা করার জন্য এসআইপি-র আকারের এক চতুর্থাংশেরও কম।
advertisement
11/11
BankBazaar.com-এর সিইও আদিল শেঠি জানিয়েছেন যে, “কেউ শূন্য থেকে শুরু করতে পারেন এবং ন্যূনতম ঝুঁকি ও খরচ-সহ কোটি কোটি টাকার আর্থিক সম্পদ তৈরি করতে পারে। তাই স্টেপ-আপ এসআইপি ফাংশন ব্যবহার করতে হবে এবং নিজেদের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসআইপি-র পরিমাণ বাড়াতে হবে। এটি সকলকে নিজেদের লক্ষ্যগুলি দ্রুত অর্জন করতে সাহায্য করবে।”
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP বিনিয়োগ করছেন? ১০, ১৫ এবং ২০ বছরে এই পরিমাণ টাকা রাখলে অনায়াসে হয়ে উঠবেন কোটিপতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল