মেগা খবর-সহজেই Ration Card-এ ঢুকিয়ে দিন স্ত্রী-পুত্রের নাম, ফ্রি রেশন ছাড়াও একাধিক সুবিধা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফ্রি রেশন (Ration) ছাড়াও একাধিক ফায়দা দেয় রেশন কার্ড (Ration Card) ৷ খুবই সহজেই পরিবারের নতুন সদস্যের নাম৷
advertisement
1/4

নয়াদিল্লি: রেশন কার্ডে (Ration Card) যদি আপনার কোনও পরিবারের সদস্যের নাম ঢোকাতে হয় তাহলে তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ খুব সহজেই সেই কাজ করে নেওয়া যাবে৷ আপনি অনলাইন বা অফলাইন যেকোনও পদ্ধতিতেই নাম জুড়ে দেওয়া সম্ভব৷ করোনা অতিমারির সময় থেকে দেশে সরকার রেশন কার্ডধারীদের ফ্রি রেশন (Free ration) দিচ্ছে৷ পাশাপাশি এই রেশন কার্ডের একাধিক সুবিধা রয়েছে৷ এই কার্ড ধারকদের অ্যাড্রেস প্রুফ (Address Proof) এবং পরিচয় পত্র (Identity Proof) হিসেবেও কাজ করে৷ ব্যাঙ্ক সংক্রান্ত কাজ, গ্যাসের কানেকশন নেওয়ার ক্ষেত্রেও এই কার্ড খুবই কার্যকরী৷ পাশাপাশি এই পরিচয়পত্র থাকলেই ভোটার কার্ড (Voter ID Card) বানিয়ে নেওয়া যায় সহজেই৷ Photo- Representative
advertisement
2/4
যদি কোনও পরিবারের শিশুর নাম জুড়তে হয় তাহলে তাহলে গৃহস্বামীর রেশন কার্ডের ফটোকপি ও অরিজিনাল দুটির সঙ্গে শিশুর জন্মের পরিচয়পত্র (Birth Certificate) তার মা ও বাবার আধারকার্ড (Aadhaar Card) লাগবে৷ এরকমভাবেই যদি বিয়ের পর স্ত্রীয়ের নাম জুড়তে হয় তাহলে মহিলার আধারকার্ড, বিয়ের সার্টিফিকেট, স্বামীর রেশনকার্ডের ফটোকপি ও অরিজিনাল এছাড়া মেয়েটির বাপের বাড়ির রেশনকার্ড থেকে নাম সরানোর প্রমাণপত্র দাখিল করতে হবে৷ Photo- Representative
advertisement
3/4
অনলাইনে যদি নাম দাখিল করতে চান তাহলে পদ্ধতি- আপনাকে নিজের রাজ্যের রেশন সংক্রান্ত সরকারি সাইটে যেতে হবে৷ যেমন কেউ যদি উত্তরপ্রদেশের বাসিন্দা হন তাহলে https://fcs.up.gov.in/FoodPortal.aspx যেতে হবে৷ সেখান থেকে উপভোক্তাকে লগইন আইডি তৈরি করতে হবেষ যদি পুরনো লগইন থাকে তাহলে সেটা ব্যবহার করতে হবে৷ হোমপেজে নয়া সদস্যের নাম জোড়ার অপশন দেবে৷ এই লিঙ্কে ক্লিক করলে নতুন ফর্ম পাওয়া যাবে৷ সেখানে পরিবারের সদস্যের সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে৷ ফর্মের সঙ্গে জরুরি ডকুমেন্টের সফট কপিও আপলোড করতে হবে৷ ফর্ম জমা দিলে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে৷ এরপর এই পোর্টাল থেকে ফর্ম ট্র্যাক করতে হবে৷ ফর্ম ও ডকুমেন্ট আধিকারিক পরীক্ষা করবেন৷ এরপর পোস্টের মাধ্যমে সেই রেশন কার্ড বাড়িতে পৌঁছে যাবে৷ Photo- Representative
advertisement
4/4
অফলাইনে পরিবারের সদস্যের নাম জোড়ার পদ্ধতি৷ আপনাকে কাছের রেশন দফতরে যেতে হবে৷ সেখানে সমস্ত জরুরি ডকুমেন্ট নিয়ে যেতে হবে৷ সেখানে নতুন সদস্যের নাম জোড়ার ফর্ম নিতে হবে৷ ফর্মের সমস্ত ডিটেল সঠিকভাবে পূরণ করতে হবে৷ সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হবে৷ সামাণ্য আবেদন করও জমা দিতে হবে৷ ফর্ম জমার পর আধিকারিক একটি রশিদ দেবেন৷ এটা খুবই যত্ন করে রাখতে হবে৷ এই রশিদ দিয়ে অনলাইনে আপনার আবেদনের অবস্থা চেক করতে পারবেন৷ আধিকারিক ফর্ম পরীক্ষা করে জমা নেবেন এর দু সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে রেশন কার্ড পৌঁছে যাওয়া উচিত৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মেগা খবর-সহজেই Ration Card-এ ঢুকিয়ে দিন স্ত্রী-পুত্রের নাম, ফ্রি রেশন ছাড়াও একাধিক সুবিধা