TRENDING:

NPS স্কিমে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন.....

Last Updated:
বাড়িতে বসে কী ভাবে খুলবেন এনপিএস অ্যাকাউন্ট ?
advertisement
1/5
NPS স্কিমে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন.....
চাকুরিজীবীদের জন্য রয়েছে সুখবর৷ সম্প্রতি পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস নিয়ে বড় ঘোষণা করেছে সরকার ৷ পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি (PFRDA) এনপিএস স্কিম আরও আকর্ষণীয় করে তোলার জন্য একাধিক পদক্ষেপ নিয়ে থাকে ৷ ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের এই যোজনায় যুক্ত করার জন্য নতুন নিয়ম করা হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, এনপিএস স্কিমে অ্যাকাউন্ট হোল্ডাররা পেনশন ফান্ডের ৫০ শতাংশ ইক্যুইটি বা শেয়ার জমা করতে পারবেন ৷
advertisement
2/5
PFRDA নিয়মে বদল করার পর এনপিএস-এ যুক্ত হওয়ার বয়স সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, যে কোনও ব্যক্তি এই স্কিমে ৭০ বছর বয়স পর্যন্ত যুক্ত হতে পারবেন ৷ এর আগে পেনশন স্কিমে যুক্ত হওয়ার বয়স সীমা ছিল ৬৫ বছর ৷ এই বদলের জেরে এবার ৭৫ বছর বয়স পর্যন্ত এই স্কিমে ইনভেস্ট করার সুযোগ রয়েছে ৷
advertisement
3/5
তিন বছরের আগে টাকা তুললে পিএফআরডিএ-এর তরফে সেটাকে ‘প্রিম্যাচিউর এক্সিট’ ধরে নেওয়া হবে ৷ এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে অ্যানিউটির জন্য কমপক্ষে ৮০ শতাংশ ফান্ডের ব্যবহার করতে হবে ৷ যদি কেউ সময়ের আগে টাকা তুলে নিতে চান বা তাঁর ফান্ড ২.৫ লক্ষ টাকার কম হয় তাহলে এককালীন টাকা তুলে নিতে পারবেন ৷
advertisement
4/5
বাড়িতে বসে কী ভাবে খুলবেন এনপিএস অ্যাকাউন্ট ?
advertisement
5/5
বাড়িতে বসে অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য Enps.nsdl.com/eNPS লিঙ্কে ক্লিক করতে হবে ন্যাশনাল পেনশন সিস্টেমে ক্লিক করে রেজিস্ট্রেশনের বটনে ক্লিক করে নিজের তথ্য দিতে হবে আপনার মোবাইল নম্বর ওটিপি-র মাধ্যমে ভেরিফাই করা হবে এর সঙ্গে ব্যাঙ্কে অ্যাকাউন্টেরও ডিটেল দিতে হবে এরপর নিজের পোর্টফোলিও ও ফান্ড সিলেক্ট করুন ক্যানসেল্ড চেক, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে এরপর এনপিএসে ইনভেস্ট করতে হবে পেমেন্ট করার পর পার্মানেন্ট রিটায়েরমেন্ট অ্যাকাউন্ট নম্বর জারি হয়ে যাবে পাশাপাশি পেয়ে যাবেন পেমেন্টের রসিদ এবার ‘e sign/print registration form’ পেজে গিয়ে প্যান ও নেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে রেজিস্টার করতে হবে এর সঙ্গে আপনার কেওয়াইসি প্রক্রিয়া পুরো হয়ে যাবে
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
NPS স্কিমে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন.....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল