করে ছাড় সঙ্গে দেদার সুদ SBI-র এই ফিক্সড ডিপোজিট বদলে দেবে দুনিয়া
Last Updated:
advertisement
1/8

বিনিয়োগের ক্ষেত্রে এফডি বা ফিক্সড ডিপোজিট পছন্দের তালিকার একদম ওপর দিকে থাকে ৷ ব্যাঙ্কে এই ধরণে টাকা রাখলে টাকার নিরাপত্তা যেমন থাকে তেমনিই তার বৃদ্ধির হারও সুনিশ্চিত থাকে ৷ Photo- Representive
advertisement
2/8
SBI Tax Savings Scheme, 2006 - এ যদি বিনিয়োগকারী টাকা রাখেন তাহলে সুদের পাশাপাশি কর ছাড়ও সুনিশ্চিত করতে পারেন ৷ ফলে যাঁরা সুরক্ষিত বিনিয়োগ পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ একটা অপশন ৷ Photo- Representive
advertisement
3/8
SBI -র এই পলিসিতে টাকা রাখা মাত্র ১০০০ টাকা থেকে শুরু করতে পারেন ৷ আর সর্বোচ্চ বছরে ১,৫০,০০০ টাকা অবধি ৷ Photo- PTI
advertisement
4/8
এই প্রকল্পে টাকা অন্তত ৫ বছরের জন্য রাখতে হবে ৷ আর সর্বাধিক আপনি টাকা রাখতে পারেন ১০ বছরের জন্য ৷ Photo- Representive
advertisement
5/8
এই স্কিমে টাকা রাখলে সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৬.৮৫ শতাংশ হারে ৷ আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি সুদ পাবেন ৭.৩৫ হারে ৷ ৫ থেকে ১০ বছরের জন্য ৷ Photo- PTI
advertisement
6/8
এই প্রকল্পে টাকা রাখলে ৫ বছরের আগে টাকা তুলতে পারবেন না গ্রাহকরা ৷ Photo- Representive
advertisement
7/8
এই প্রকল্পে টাকা রাখলে তাতে নমিনি রাখা যায় ৷ ফলে যিনি ইনভেস্ট করছেন তাঁর যদি হঠাৎ মৃত্যুও হয় তাহলে নমিনি সেই টাকা পেয়ে যেতে পারেন ৷ Photo- PTI
advertisement
8/8
এই স্কিমে টাকা রাখলে তা 80C-র অধীনে সেই টাকা করমুক্ত ৷ এছাড়া এই স্কিমে প্রতি মাস বা তৈমাসিক সুদ পাওয়া যায় ৷ বিনিয়োগকারী চাইলে সেই সুদ আবার বিনিয়োগ করতে পারেন বা তুলে নিতে পারেন ৷ Photo- Representive