TRENDING:

ছবিতে দেখুন JioPhone Next-এর আনবক্সিং, বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘মেড ফর ইন্ডিয়া’

Last Updated:
Jio-র নতুন JioPhone Next স্মার্টফোনটির দাম রেখেছে ভারতীয় টাকায় ৬,৪৯৯ টাকা যা একযোগে দেড় বা দুই বছরের ইএমআইয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
advertisement
1/9
ছবিতে JioPhone Next-এর আনবক্সিং, বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোন 'Made for India'
দীর্ঘ সময়ের অপেক্ষা, অনেক জল্পনা ও নানান গুজবের পর, অবশেষে বাজারে Reliance Jio-র স্মার্টফোনের লেটেস্ট ভার্সন JioPhone Next। Google-এর সঙ্গে যৌথ ভাবে তৈরি এই ফোন ডিভাইজটি আসন্ন দীপাবলিতেই গ্রাহকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর Reliance Jio। (Image: News18)
advertisement
2/9
এই ফোনের বক্সে স্মার্টফোন ছাড়াও থাকবে চার্জার এবং কিছু রেগুলার পেপার ওয়ার্ক ৷ ছবিতে যেমন নীল রঙের ভার্সনটি আপনারা দেখতে পারছেন ৷ (Image: News18)
advertisement
3/9
JioPhone Next-এ থাকছে অনেকগুলি ভারতীয় ভাষা ৷ যার মধ্যে রয়েছে হিন্দি, বাংলা, উর্দু, কন্নড়-সহ আরও বেশ কয়েকটি ৷ জিওফোন নেক্সটের ইউজার্সরা অটোমেটিক সফটওয়্যার আপডেট করার সুবিধাও পাবেন ৷ (Image: News18)
advertisement
4/9
জিওফোন নেক্সটে ৩.৫ mm-এর অডিও জ্যাক থাকছে ৷ ক্যামেরার সঙ্গে থাকছে LED ফ্ল্যাশও ৷ চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট এবং কানেক্টিভিটিতে ব্লুটুথ v4.1, ওয়াই-ফাই, ডুয়াল সিম (ন্যানো) স্লট থাকছে ফোনে ৷ (Image: News18)
advertisement
5/9
১০ হাজার টাকারও কমে তৈরি বিশেষ ধরনের লেন্স এবং বিভিন্ন ফিচারযুক্ত এই ডিভাইজ বাজার ধরতে রীতিমতো টক্কর দিতে পারে Samsung, Realme, Xiaomi-র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলিকে। প্রথমে চলতি বছরের গণেশ চতুর্থীতে এই ফোন লঞ্চ করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তবে এবারে ৪ নভেম্বর, দীপাবলির শুভ মুহূর্তেই গ্রাহকরা হাতে পেতে পারেন JioPhone Next। (Image: News18)
advertisement
6/9
JioPhone Next-এর ফিচারগুলির মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ২১৫ (Qualcomm Snapdragon), ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এছাড়াও এতে রয়েছে ৮এমপি সেলফি ক্যামেরা সহ ৫.৪৫-ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে এবং ১৩এমপি প্রাইমারি ক্যামেরা ফ্ল্যাশ। (Image: News18)
advertisement
7/9
Jio নতুন JioPhone Next স্মার্টফোনটির দাম রেখেছে ভারতীয় টাকায় ৬,৪৯৯ টাকা যা একযোগে দেড় বা দুই বছরের ইএমআইয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। সেই সঙ্গে যাঁরা পুরনো Jio-র স্মার্টফোন ব্যবহার করছেন সে সমস্ত গ্রাহকরা যদি JioPhone Next-এর অফারগুলি গ্রহণ করতে চান, তাহলে তাঁরা ১৯৯৯ টাকার ডাউনপেমেন্ট এবং ৩০০ টাকার ইএমআই সহ এই ফোন কিনতে পারবেন। (Image: News18)
advertisement
8/9
এখন প্রশ্ন হল, খুচরো বাজার থেকে কি এই ফোন কেনা যাবে? হ্যাঁ, গ্রাহকদের জন্য সেই সুবিধেও দিয়েছে Jio। সে ক্ষেত্রে গ্রাহকরা যদি JioPhone Next ফোনটি তাঁদের কাছাকাছি কোনও দোকানে কখন উপলব্ধ হবে সেই বিষয়ে জানতে চান বা স্মার্টফোনের উপলব্ধতা সম্পর্কে নোটিফিকেশন পেতে চান তাঁরা Jio-এর ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন ৷ (Image: News18)
advertisement
9/9
jio.com-এ গিয়ে নতুন JioPhone Next মেসেজে ক্লিক করতে হবে। এবারে 'I am interested’ অপশনটিতে ক্লিক করে নিজেদের নাম এবং নম্বর লিখতে হবে। গ্রাহকদের সম্পূর্ণ শর্তাবলী পড়ে ‘এগ্রি’ বা ‘সম্মত’ অপশনে ক্লিক করতে হবে। এবারে একটি ওটিপি তৈরি হবে, যেটি দিয়ে ওয়েবসাইটে লগ-ইন করে নিজেদের ব্যক্তিগত তথ্য, বসবাসের পিন কোড লিখতে হবে। এর পর গ্রাহকদের মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে যা বলে দেবে গ্রাহকরা তাঁদের নিকটবর্তী স্টোরে JioPhone Next ফোনটি পাবেন কি না। (Image: News18)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ছবিতে দেখুন JioPhone Next-এর আনবক্সিং, বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘মেড ফর ইন্ডিয়া’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল