TRENDING:

ITR Filing: চলতি বছরের ITR ফাইলিংয়ের জন্য Form 16 আদৌ কি যথেষ্ট? জেনে নিন

Last Updated:
ITR Filing: অনেকেই মনে করেন ITR ফাইল করতে শুধুমাত্র Form 16 থাকলেই হয়। কিন্তু আসলে তা যথেষ্ট নয়।
advertisement
1/10
চলতি বছরের ITR ফাইলিংয়ের জন্য Form 16 আদৌ কি যথেষ্ট? জেনে নিন
জুন মাস শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। ইতিমধ্যেই চাকরিজীবীরা তাঁদের নিয়োগকারী সংস্থার কাছ থেকে ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ার (২০২৪-২৫ অর্থবর্ষ)-এর আয়কর রিটার্ন বা আইটিআর দাখিল করার জন্য Form 16 পেয়ে গিয়েছেন। এখানে চাকরীজীবীদের উপার্জিত বেতনের সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে। সেই সঙ্গে থাকে নিয়োগকারী সংস্থার টিডিএস এবং চাকরিজীবীর ডিক্লেয়ার করা ডিডাকশন। যদিও এটাই কি পর্যাপ্ত আইটিআর দাখিল করার জন্য? এর জবাব হল - না। চলতি বছর নিজের আইটিআর ফাইল করার আগে কী কী বিষয় উল্লেখ করা উচিত এবং কেন, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করা হল।
advertisement
2/10
Form 16 কী? আর এটা কী বলে দেয় না?Form 16 হল অনেকটা রিপোর্ট কার্ডের মতো। একজন কর্মচারীর বেতনের বিষয়ে নিয়োগকারী সংস্থার প্রদান করা রিপোর্ট কার্ডের মতো বিষয় এটি। এই ফর্মটি কিন্তু নিয়োগকারী সংস্থা এবং কর্মচারীর সম্পর্কের বাইরে কোনও আর্থিক কার্যকলাপের জন্য নয়। অতিরিক্ত আয়ের বিবরণ না দেওয়া অথবা কর্মচারীর বেতনের মাধ্যমে প্রক্রিয়াজাত না হওয়া যোগ্য ডিডাকশন দাবি না করার ফলে আন্ডারপেয়িং ট্যাক্স অথবা ওভারপেয়িং হতে পারে।
advertisement
3/10
Form 16-এ কী বলা থাকে না?১. অন্যান্য উৎস থেকে আয়:ফিক্সড ডিপোজিট (এফডি), সেভিংস অ্যাকাউন্ট (১০,০০০ টাকার ছাড়ের সীমার উপরে এবং বয়স্কদের ক্ষেত্রে ৫০,০০০ টাকার), রেকারিং ডিপোজিট অথবা বন্ড থেকে উপার্জিত সুদ প্রদর্শন করা হয় না। সুদ যদি ৪০ হাজার টাকা ছাড়িয়ে যায়, তাহলে ব্যাঙ্ক টিডিএস ডিডাক্ট করে। কিন্তু চাকরিজীবীকে অবশ্যই সমস্ত সুদের আয় রিপোর্ট করতে হবে, এমনকী টিডিএস থ্রেশহোল্ডের নীচে থাকা আয়ও।
advertisement
4/10
ফ্রিল্যান্সিংনিয়মিত চাকরির বাইরে ফ্রিল্যান্সিং কাজ করলে সেই আয়ও কিন্তু ট্যাক্সেবল। তবে এই বিষয়টা অবশ্য Form 16-এ অনুপস্থিত থাকে।অন্যান্য আয়লটারিতে জেতা টাকা, করযোগ্য উপহার এবং ফ্যামিলি পেনশন পড়ে Income from Other Sources-এর মধ্যে। এর জন্য আলাদা করে রিপোর্ট করতে হবে।
advertisement
5/10
২. ক্যাপিটাল গেন (স্টক, ক্রিপ্টো, প্রপার্টি বা সম্পত্তি, মিউচুয়াল ফান্ড)শেয়ার বাজারের লাভ:শেয়ার বিক্রি করে (লিস্টেড অথবা আনলিস্টেড লাভ করেছেন? স্বল্পমেয়াদি অথবা দীর্ঘমেয়াদি ক্যাপিটাল গেন ট্যাক্স প্রযোজ্য। Form 16 কিন্তু কারও ট্রেডিং কার্যকলাপ সম্পর্কে জানে না।ক্রিপ্টে গেন অথবা লস:ক্রিপ্টোকারেন্সি বা NFT-র মতো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট (VDA) থেকে আয়ও করযোগ্য। এই লাভ (অথবা ক্ষতি) কখনওই Form 16-এ দেওয়া থাকে না।
advertisement
6/10
সম্পত্তি অথবা মিউচুয়াল ফান্ড:বাড়ি, জমি বিক্রি করে অথবা মিউচুয়াল ফান্ড ইউনিট (বিশেষ করে ডেট ফান্ড বা কোয়ালিফাইং পিরিয়ডের আগে বিক্রি হওয়া ইক্যুইটি ফান্ড) বিক্রি করে লাভ করলে মূলধন লাভ হয়, যা চাকরিজীবীদের আলাদা ভাবে রিপোর্ট করতে হবে।৩. ভাড়া থেকে আয় বা রেন্টাল ইনকাম এবং সেকেন্ড হোম ইমপ্লিকেশন:প্রাপ্ত ভাড়া:যদি কারও কোনও সম্পত্তি থাকে এবং সেটা থেকে তিনি ভাড়া পান, তাহলে এটি ‘Income from House Property’-এর অধীনে করযোগ্য আয় হবে। Form 16-এ এটি দেওয়া থাকে না।
advertisement
7/10
দ্বিতীয় বাড়িতে ডিমড রেন্ট:একাধিক বাসযোগ্য সম্পত্তির মালিক হলে এবং অতিরিক্ত সম্পত্তি থেকে ভাড়া না পেলেও আয়কর কিন্তু এগুলিকে Deemed Rental Income বলে গণ্য করে। সেটা নির্ভর করে মিউনিসিপ্যাল ভ্যালুর মতো কিছু বিষয়ের উপর। এই দায়দায়িত্ব কিন্তু Form 16-এর বিবরণে থাকে না।৪. সরাসরি ক্লেম করা ডিডাকশন (বেতনের মাধ্যমে নয়):হেলথ ইনস্যুরেন্স বা স্বাস্থ্য বিমা (Sec 80D):Form 16 শুধুমাত্র সেইসব ডিডাকশন দেখায়, যেগুলোর জন্য চাকরিজীবী নিজের নিয়োগকারী সংস্থার কাছে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন। তবে এর মধ্যে সেই চাকরিজীবীর নিজের জন্য, মা-বাবার জন্য অথবা তাঁর নিয়োগকারী সংস্থার বাইরে পে-রোল ডিডাকশন সিস্টেমের বাইরে পরিবারের জন্য দেওয়া প্রিমিয়ামগুলি দেখায় না।
advertisement
8/10
চ্যারিটেবল ডোনেশন (Sec 80G):অনেকেই অনেক সময় যোগ্য চ্যারিটি অথবা প্রতিষ্ঠানে ডোনেশন বা অনুদান দিয়ে থাকেন। এর জন্য তাঁরা ডিডাকশন ক্লেম করতে পারেন, তবে শুধুমাত্র যদি তিনি সেগুলি নিজের ITR-এ উল্লেখ করেন, তবেই তা পাবেন। Form 16-এ এই বিষয়গুলি থাকে না।এডুকেশনাল লোন ইন্টারেস্ট (Sec 80E):নিজের, স্ত্রী অথবা সন্তানদের জন্য শিক্ষা ঋণের সুদ পরিশোধ করে থাকেন অনেকেই। সরাসরি আইটিআর-এ তা দাবি করা যেতে পারে। কিন্তু Form 16-এ এর কোনও উল্লেখ থাকবে না।
advertisement
9/10
ডিজেবলড ডিপেন্ডেন্টের জন্য ডিডাকশন (Sec 80DD/80U) অথবা মেডিক্যাল ট্রিটমেন্ট (Sec 80DDB):বেতনের মাধ্যমে প্রসেসেড না হলে এই নির্দিষ্ট ডিডাকশনগুলি সরাসরি দাবি করে নিতে হবে।
advertisement
10/10
৫. AIS/Form 26AS এবং টিডিএস এররের সঙ্গে মিল না থাকা:AIS/26AS রিয়েলিটি চেক:Form 16 হল মূলত চাকরিজীবীদের নিয়োগকারীর থেকে আসা সংস্করণ। তবে তাঁর প্যানের সঙ্গে সংযুক্ত সব রিপোর্ট করা আর্থিক লেনদেনের রেকর্ড হল - তাঁর Annual Information Statement (AIS এবং Form 26AS। এতে দেখানো হয়:শুধুমাত্র নিয়োগকর্তা নয়, সমস্ত ডিডাকটর (ব্যাঙ্ক, ক্লায়েন্ট, ভাড়াটে, স্টক ব্রোকার ইত্যাদি) দ্বারা ডিডাক্ট করা টিডিএস।রিপোর্ট করা হাই-ভ্যালু ট্র্যানজ্যাকশন (মিউচুয়াল ফান্ড ক্রয়/বিক্রয়, সম্পত্তির চুক্তি, বড় আমানত ইত্যাদি)ব্যাঙ্ক দ্বারা রিপোর্ট করা সুদের আয়ট্যাক্স পেমেন্ট (অ্যাডভান্সড ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ITR Filing: চলতি বছরের ITR ফাইলিংয়ের জন্য Form 16 আদৌ কি যথেষ্ট? জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল