পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন? লাভ হবে না ক্ষতি দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
ভারতের যে কোনও প্রান্ত থেকে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় স্কিমের সুবিধা পেতে অসুবিধা হয় না।
advertisement
1/12

ইদানীং পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে ব্যাপক চর্চা চলছে। এই স্কিমে গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন এবং তার উপর প্রতি মাসে সুদ পান। ২০২৩-এর বাজেটে এই স্কিমে কিছু পরিবর্তন করেছে কেন্দ্র সরকার।
advertisement
2/12
সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ জমার সীমা ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। অন্য দিকে, জয়েন্ট অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা।
advertisement
3/12
সরকারি খাতের যে কোনও ব্যাঙ্কের মতো, টাকা জমা এবং লেনদেনের ক্ষেত্রে পোস্ট অফিসকেও চোখ বন্ধ করে ভরসা করা যায়। দেশ জুড়ে পোস্ট অফিসের অজস্র শাখা রয়েছে।
advertisement
4/12
ফলে ভারতের যে কোনও প্রান্ত থেকে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় স্কিমের সুবিধা পেতে অসুবিধা হয় না। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এরকমই একটি সঞ্চয় প্রকল্প।
advertisement
5/12
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের মেয়াদ ৫ বছর। মূলধন সুরক্ষাই এই স্কিমের প্রধান উদ্দেশ্য। এপ্রিল-জুন ২০২৩-এ সুদের হার যাচ্ছে ৭.৪০ শতাংশ। অর্থাৎ যদি কেউ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৪০ শতাংশ সুদের হারে তিনি প্রতি মাসে ৫,৫৫০ টাকা পাবেন।
advertisement
6/12
মেয়াদ শেষ হলে তিনি তাঁর আমানত অর্থাৎ ৯ লক্ষ টাকা তুলে নিতে পারেন অথবা ইলেকট্রনিক ক্লিয়ারেন্স পরিষেবার মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। আবার চাইলে এই স্কিমে পুনরায় বিনিয়োগ করা যায়।
advertisement
7/12
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের বৈশিষ্ট্য এবং সুবিধা: মূলধন সুরক্ষা – বিনিয়োগ করা অর্থ মেয়াদের সময়কাল পর্যন্ত সুরক্ষিত। কারণ এটি সরকার সমর্থিত স্কিম।
advertisement
8/12
মেয়াদ – পোস্ট অফিস এমআইএস-এর লক ইন পিরিয়ড ৫ বছর। মেয়াদ শেষ হলে বিনিয়োগকারী বিনিয়োগ করা অর্থ তুলে নিতে পারেন কিংবা পুনরায় বিনিয়োগ করতে পারেন। কম ঝুঁকি – এই ফিক্সড ইনকাম স্কিমের সঙ্গে বাজারের কোনও সম্পর্ক নেই। ফলে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ নিরাপদ।
advertisement
9/12
সাধ্যের মধ্যে – মাত্র ১০০০ টাকা দিয়ে এমআইএস করা যায়। নিশ্চিত রিটার্ন – বিনিয়োগকারী এই স্কিমে প্রতি মাসে সুদ পান। এটাই আয়। এমআইএস-এর রিটার্ন মুদ্রাস্ফীতিকে হারাতে পারে না ঠিকই, তবে এফডি-র মতো অন্যান্য ফিক্সড ইনকাম বিনিয়োগের তুলনায় আয় বেশি হয়।
advertisement
10/12
পেআউট – বিনিয়োগ করার এক মাস পর থেকে পেআউট শুরু হবে। তবে প্রতি মাসের শুরুতে নয়।
advertisement
11/12
একাধিক অ্যাকাউন্ট – একজন বিনিয়োগকারী নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ ৯ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লাখের বেশি করা যাবে না।
advertisement
12/12
এমআইএস-এর সুদ সরাসরি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। অ্যাকাউন্ট হোল্ডার প্রতি মাসে সেখান থেকে টাকা তুলে নিতে পারেন। সুদের টাকা এসআইপি-তে বিনিয়োগ করা যায়। এটা লাভজনক বিকল্প।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন? লাভ হবে না ক্ষতি দেখে নিন!