TRENDING:

প্যান কার্ডের সঙ্গে LIC পলিসি লিঙ্ক করা কি বাধ্যতামূলক? জেনে নিন

Last Updated:
একটি ট্যুইটে গ্রাহকদের কাছে পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করার আবেদন জানিয়েছে এলআইসি।
advertisement
1/9
প্যান কার্ডের সঙ্গে LIC পলিসি লিঙ্ক করা কি বাধ্যতামূলক? জেনে নিন
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। তবে শুধু আধার নয়, প্যান কার্ডের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক করিয়ে রাখা উচিত। যেমন এলআইসি পলিসি।
advertisement
2/9
এর কিছু সুবিধা পাওয়া যায়। প্যান কার্ডের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক করার প্রক্রিয়াও খুব সহজ। ঘরে বসে অনলাইনেই পুরো কাজটা করা যায়। সময় লাগে কয়েক মিনিট।
advertisement
3/9
তাছাড়া একটি ট্যুইটে গ্রাহকদের কাছে পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করার আবেদন জানিয়েছে এলআইসি। লিখেছে, ‘এখনই আপনার এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করুন’।
advertisement
4/9
এর জন্য একটি লিঙ্কও শেয়ার করেছে এলআইসি। সেই সঙ্গে পুরো প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে গ্রাহকরা কোনও অসুবিধার মুখে না পড়েন। অনলাইন লিঙ্কিংয়ের জন্য হাতের কাছে প্যান কার্ড এবং এলআইসি (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) পলিসি তালিকা নিয়ে বসতে হবে।
advertisement
5/9
এলআইসি পলিসির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরও থাকতে হবে। এতেই ওটিপি আসবে। অনলাইন ফর্ম জমা দেওয়ার পর, লিঙ্ক সফল হয়েছে কি না সেটা জানিয়ে মেসেজ আসবে ওই নম্বরেই।
advertisement
6/9
এলআইসি পলিসির সঙ্গে অনলাইনে প্যান লিঙ্ক করার পদ্ধতি: এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করতে https://linkpan.licindia.in/UIDSedingWebApp/ -এই লিঙ্কে ক্লিক করতে হবে। এবার ক্লিক করতে হবে হোম পেজের ‘অনলাইন সার্ভিস’ অপশনে। তারপর ‘অনলাইন প্যান রেজিস্ট্রেশন’-এ।
advertisement
7/9
এরপর স্ক্রিনে একটা পেজ খুলবে। এই পেজ-এ বেশ কিছু প্রশ্ন থাকবে। সেগুলির উত্তর দিতে হবে। এখানে মূলত পলিসি হোল্ডারের নাম, জন্ম তারিখ, প্যান কার্ডের বিবরণ, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর লিখতে হবে এলআইসি-র পলিসি নম্বর।
advertisement
8/9
এর নিচেই থাকবে ক্যাপচা কোড। সেটা পূরণ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। বক্সে ওটিপি লিখে ক্লিক করতে হবে সাবমিট অপশনে।
advertisement
9/9
এখন পলিসি-সহ লিঙ্ক প্যানের পেজ স্ক্রিনে খুলে যাবে। এখানে লেখা থাকবে ‘রিকোয়েস্ট ফর প্যান রেজিস্ট্রেশন রিসিভড’। এর অর্থ হল, অনুরোধ গৃহীত হয়েছে। এভাবে কয়েক মিনিটের মধ্যে প্যান কার্ডকে এলআইসি পলিসির সঙ্গে লিঙ্ক করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্যান কার্ডের সঙ্গে LIC পলিসি লিঙ্ক করা কি বাধ্যতামূলক? জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল