TRENDING:

জমানো টাকা নিরাপদ থাকবে ব্যাঙ্কের লকারে? কিন্তু লকারে ক্যাশ রাখা কি বৈধ ? বেআইনি নয় তো ? জেনে নিন

Last Updated:
সংশোধিত চুক্তি অনুযায়ী ব্যাঙ্কের লকার শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।
advertisement
1/10
জমানো টাকা নিরাপদ থাকবে ব্যাঙ্কের লকারে? লকারে ক্যাশ রাখা কি বেআইনি?
ব্যাঙ্কের লকারে রাখা টাকা খেয়ে ফেলেছে উইপোকা— এমন অভিযোগ করে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন এক মহিলা। তাঁর দাবি, মেয়ের বিয়েতে পাওয়া প্রায় নগদ উপহার তিনি ব্যাঙ্কের লকারে রেখেছিলেন, সবই না কি উইপোকায় খেয়ে ফেলেছে।
advertisement
2/10
কিন্তু কেন ওই মহিলা অত টাকা অ্যাকাউন্টে না রেখে লকারে রাখলেন! বিষয়টা আদৌ আইনিসম্মত কি না উঠেছে প্রশ্ন। সেক্ষেত্রে জেনে নেওয়া দরকার, ব্যাঙ্কের লকারে কী ধরনের সম্পদ গচ্ছিত রাখা যায়।
advertisement
3/10
অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান, পার্টনারশিপ ফার্ম, লিমিটেড কোম্পানি, অ্যাসোসিয়েশন বা ক্লাবই ব্যাঙ্ক-এর লকার ব্যবহার করে থাকে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক লকার চুক্তি সংশোধন করেছে। সংশোধিত লকার চুক্তিগুলি কার্যকর হবে ৩১ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে।
advertisement
4/10
সংশোধিত চুক্তি অনুযায়ী ব্যাঙ্কের লকার শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। সেখানে গয়না এবং মূল্যবান নথি সংরক্ষণ করা যাবে। কোনও ভাবেই নগদ বা মুদ্রা সংরক্ষণ করা যাবে না। এই বিষয়ে ব্যাঙ্কগুলি কী বলছে জেনে নেওয়া যাক।
advertisement
5/10
SBI—ভারতীয় স্টেট ব্যাঙ্কের সংশোধিত লকার চুক্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে লকার ব্যবহার করা যাবে। সেখানে রাখা যাবে মূল্যবান জিনিসপত্র যেমন গয়না এবং নথি। নগদ বা মুদ্রা রাখা বেআইনি।
advertisement
6/10
PNB—পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সংশোধিত লকার চুক্তিতে বলা হয়েছে নিম্নলিখিত কোনও দ্রব্য লকারে রাখা যাবে না— অস্ত্র-শস্ত্র বিস্ফোরক মাদক বা কোনও নিষিদ্ধ উপাদান যে কোনও পচনশীল উপাদান তেজস্ক্রিয় পদার্থ বা কোনও অবৈধ পদার্থ যে কোনও উপাদান যা ব্যাঙ্ক বা তার গ্রাহকের জন্য বিপদ তৈরি করতে পারে
advertisement
7/10
PNB লকার চুক্তি অনুসারে, ‘রাসায়নিক, অস্ত্র, বিস্ফোরক, পচনশীল দ্রব্য, মাদক এবং এই জাতীয় অন্য বিপজ্জনক ও অবৈধ উপাদান নিরাপদ আমানত লকারগুলিতে সংরক্ষণ করার অনুমতি নেই।’
advertisement
8/10
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক—এই ব্যাঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে, কোনও দ্রব্য সংরক্ষণের জন্য বায়ু নিরোধক প্লাস্টিকের ব্যাগ বা পাউচগুলি বা কাগজের মতো উপাদান ব্যবহার করা যেতে পারে৷ অলঙ্কার বা ধাতব জিনিস সংরক্ষণের জন্য ধাতু বা প্লাস্টিকে বাক্স রাখা যাবে যা লকারের মাপ অনুযায়ী হবে। কাগজের নথি ল্যামিনেট করে রাখা যেতে পারে দীর্ঘায়ুর জন্য। তবে এসব কোনও কিছুই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবেন না, সবই ব্যক্তিগত ।
advertisement
9/10
লকারে যা রাখা যাবে—সম্পত্তি সংক্রান্ত নথি ঋণ সংক্রান্ত নথি জন্ম-মৃত্যু, বিবাহের শংসাপত্র সঞ্চয়পত্র বা বিমা গয়না
advertisement
10/10
ব্যাঙ্কের দায়—ব্যাঙ্কের নিজস্ব ত্রুটি, অবহেলা, বা কর্মচারীদের দ্বারা কোনও প্রতারণা বা কমিশন হলে ব্যাঙ্কের দায়। সেক্ষেত্রে বর্তমান বার্ষিক ভাড়ার একশো গুণের সমান জরিমানা দেবেন কর্তৃপক্ষ। অর্থাৎ, বছরে লকার ভাড়া দু’হাজার টাকা হলে ২,০০,০০০ টাকা দিতে হবে। SBI জানিয়েছে, ব্যাঙ্কের নিজস্ব ত্রুটি, অবহেলা এবং কোনও ভুল/কমিশনের কারণে আগুন লাগা, চুরি, ডাকাতি, বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাঙ্কের।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জমানো টাকা নিরাপদ থাকবে ব্যাঙ্কের লকারে? কিন্তু লকারে ক্যাশ রাখা কি বৈধ ? বেআইনি নয় তো ? জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল