TRENDING:

আম না কি বেগুন? ১০ সেকেন্ডের মধ্যে বলতে হবে! ভাইরাল এই আশ্চর্য ফলের ছবি!

Last Updated:
এমনিতে অনেক সময় ফলের গাছে অন্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট ফল হয়। এটা অবশ্য নতুন কোনও ঘটনা নয়।
advertisement
1/5
আম না কি বেগুন? ১০ সেকেন্ডের মধ্যে বলতে হবে! ভাইরাল এই আশ্চর্য ফলের ছবি!
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের চ্যালেঞ্জ ভাইরাল হয়। তেমনই ভাইরাল হয়েছে একটি ফলের ছবি। যা দেখে বোঝা যাচ্ছে না, সেই ফলটি আসলে কী! কেউ কেউ বলছেন আম! তো কেউ কেউ আবার বলছেন বেগুন! আসল বিষয়টি তাহলে কী? ফলটি আদতে আম। তাহলে বিষয়টা খুলেই বলা যাক।
advertisement
2/5
গ্রীষ্মের মরশুম মানেই তো আম! আর তীব্র গরমে মিষ্টি স্বাদের পাকা আম যেন প্রাণের আরাম। সবথেকে বড় কথা, আম পছন্দ করে না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। আমাদের দেশে নানা জাতের নানা রঙের এমনকী রকমারি স্বাদের আম ফলে। বাংলার আমের গুণের কথা তো প্রায় সকলেরই জানা। যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য প্রান্ত এমনকী দেশের বাইরেও। বাংলা ছাড়াও দেশের অন্য প্রান্তেও আমের চাষ হয়। সম্প্রতি দক্ষিণের রাজ্য কর্নাটকের আম নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।
advertisement
3/5
আসলে কর্নাটকের উদুপি জেলার দুর্গে ঘটে গিয়েছে এক চমকপ্রদ ঘটনা। কিন্তু কী এমন ঘটল? এখানে একটি গাছে এমন কিছু আম ফলেছে, যার আকৃতি একেবারেই আমের মতো নয়। বরং আমগুলিকে দেখে অনেকেই বেগুন বলে ঠাওরাচ্ছেন। এমনিতে অনেক সময় ফলের গাছে অন্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট ফল হয়। এটা অবশ্য নতুন কোনও ঘটনা নয়।
advertisement
4/5
বর্তমানে উদুপির এই আমের ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই মজা করে বলছেন যে, “এ যেন একেবারে অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ।” কেউ কেউ আবার বলছেন যে, “আম না কি বেগুন? মাত্র ১০ সেকেন্ডের মধ্যে বলতে পারলেই আপনি জিনিয়াস।”
advertisement
5/5
ফলগুলি আসলে আমই। এহেন আম ফলেছে এলাকার ব্যবসায়ী কোটা সুব্রায় আচার্যর বাড়িতে। আমের রঙ আলাদা হলেও আকৃতির বদল সেভাবে ঘটে না। অথচ আশ্চর্য আকার-আকৃতি বিশিষ্ট হয়েছে ওই ব্যবসায়ীর গাছের আমগুলি। আর এই আমের ছবি ছড়িয়ে পড়তেই স্থানীয়রাও চাক্ষুষ করতে সেখানে ভিড় জমিয়েছেন। তাঁরা জানাচ্ছেন যে, শুধুমাত্র গন্ধের ভিত্তিতেই বোঝা যাবে যে, এগুলি বেগুন নয়। এগুলি আসলে আম। এখন সকলেই এই আশ্চর্য আকৃতির আমের স্বাদ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আম না কি বেগুন? ১০ সেকেন্ডের মধ্যে বলতে হবে! ভাইরাল এই আশ্চর্য ফলের ছবি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল