সাবধান! এই ওয়েবসাইট থেকে ভুলেও কিনবেন না ইনস্যুরেন্স, খোয়াতে পারেন লক্ষ লক্ষ টাকা
Last Updated:
বিমা কেনার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷
advertisement
1/4

বিমা কেনার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ IRDAI যারা বিমা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সর্তকতা জারি করা হয়েছে ৷ IRDAI ভুয়ো ওয়েবসাইট ও ই-মেল আইডি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ৷ এরকম না করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে সমস্ত টাকা ৷
advertisement
2/4
IRDAI পাবলিক নোটিস জারি করে জানিয়েছেন, বেশ কয়েকটি জাল ওয়েবসাইট IRDAI-র নামে ইনস্যুরেন্স বিক্রি করছে ৷ কিন্তু বাস্তবে ইরডা এরকম কোনও কাজ করছে না ৷ ইরডা সাধারণ মানুষের কাছে আবেদন করছে www.irdaionline.org নামে ওয়েবসাইট থেকে কোনও ধরনের বিমা যেন না কেনে ৷ এই ধরনের কোনও ওয়েবসাইট ইরডা সঞ্চালন করে না ৷
advertisement
3/4
ইরডা কেবল দুটি ওয়েবসাইট সঞ্চালন করতেন ৷ সেটা হল www.irdai.gov.in ও www.irdaonline.org ৷ এই ওয়েবসাইটে নতুন নিয়ম ও সার্কুলার জারি করে সমস্ত তথ্য দেওয়া হয়েছে ৷ বিনা রেজিষ্ট্রেশনে বিমা বিক্রি করলে অথোরিটি এর তদন্ত করবে ৷
advertisement
4/4
ভুয়ো ওয়েবসাইট থেকে বিমা কিনলে আপনি বড় প্রতারণার শিকার হতে পারেন ৷ আপনার কাছে IRDAI থেকে ফোন এলে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সাবধান! এই ওয়েবসাইট থেকে ভুলেও কিনবেন না ইনস্যুরেন্স, খোয়াতে পারেন লক্ষ লক্ষ টাকা