TRENDING:

SBI না কি Post Office ? কোথায় করবেন FD, কোথায় পাবেন বেশি লাভ? দেখে নিন বিস্তারিত হিসেব

Last Updated:
সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি। তাই হাতে টাকা এলে অনেকেই ফিক্সড ডিপোজিট করে দেন।
advertisement
1/8
SBI না কি Post Office ? কোথায় করবেন FD, কোথায় পাবেন বেশি লাভ?
বিনিয়োগের কথা বললে সবার আগে আসে ফিক্সড ডিপোজিটের নাম। চোখ বন্ধ করে ভরসা করা যায়। বাজারের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সুদের হার আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। মেয়াদ শেষে মেলে গ্যারান্টিযুক্ত রিটার্ন।
advertisement
2/8
সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি। তাই হাতে টাকা এলে অনেকেই ফিক্সড ডিপোজিট করে দেন। ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও এফডি করা যায়। কিন্তু লাভ কোথায় বেশি মেলে? দেখে নেওয়া যাক।
advertisement
3/8
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিটে সুদের হার: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই-তে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারেন গ্রাহক। মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা। ১ বছর থেকে ৫ বছর মেয়াদে ৬.৫ শতাংশ থেকে শুরু করে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।
advertisement
4/8
এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বর্তমানে সুদের হার ৬.৮ শতাংশ। ২ বছর মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর মেয়াদে ৬.৭৫ শতাংশ, ৪ বছর মেয়াদে ৬.৭৫ শতাংশ এবং ৫ বছর মেয়াদে ৬.৫ শতাংশ হারে সুদ পান গ্রাহক।
advertisement
5/8
পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে সুদের হার: পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটকে টাইম ডিপোজিট বলা হয়। ১, ২, ৩ এবং ৫ বছর মেয়াদে বিনিয়োগ করতে পারেন গ্রাহক। ১ জানুয়ারি থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন মেয়াদের টাইম ডিপোজিটে ৬.৭ শতাংশ থেকে শুরু করে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক।
advertisement
6/8
আসলে ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের তরফে জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, “২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত থাকছে।”
advertisement
7/8
অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (১ অক্টোবর, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত) ক্ষুদ্র সঞ্চয় স্কিমে যে হারে সুদ দেওয়া হয়েছে, চলতি ত্রৈমাসিকেও একই হারে সুদ মিলবে। কোনও পরিবর্তন হচ্ছে না।
advertisement
8/8
এই হিসেবে পোস্ট অফিসের এক বছর মেয়াদি টাইম ডিপোজিটে সুদের হার থাকছে ৬.৯ শতাংশ। এছাড়া ২ বছর মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর মেয়াদে ৭.১ শতাংশ এবং ৫ বছর মেয়াদে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসবিআই-এর তুলনায় পোস্ট অফিসের সুদের হার সামান্য হলেও বেশি। অর্থাৎ ডাকঘরের টাইম ডিপোজিটে বিনিয়োগ করলে লাভ বেশি মিলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI না কি Post Office ? কোথায় করবেন FD, কোথায় পাবেন বেশি লাভ? দেখে নিন বিস্তারিত হিসেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল