Investments and Returns: PPF-এ মাসে মাসে ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা বিনিয়োগে কত রিটার্ন পাবেন? জেনে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Investments and Returns: মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন বিনিয়োগকারী? বুঝে নিন হিসেব
advertisement
1/6

নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কম বয়স থেকেই বিনিয়োগ করা আবশ্যক। আর নিরাপদে বিনিয়োগ করে দুর্দান্ত রিটার্ন পেতে হলে বিনিয়োগ করতে হবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এ। মাসে মাসে যদি কেউ ২০০০, ৩০০০, ৪০০০ এবং ৫০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে ১৫ বছর পর তিনি কত টাকা পাবেন, সেই হিসাবটাই জেনে নেওয়া যাক।
advertisement
2/6
মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন বিনিয়োগকারী?১. ধরা যাক, কেউ প্রতি মাসে পিপিএফ-এ ২০০০ টাকা করে বিনিয়োগ করছেন। তাহলে তিনি বছরে বিনিয়োগ করছেন ২৪০০০ টাকা। আর ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে ৩,৬০,০০০ টাকা। এর উপর সুদ মিলবে ২,৯০,৯১৩ টাকা। যার ফলে বিনিয়োগকারী ১৫ বছর পর রিটার্ন হিসেবে হাতে পাবেন মোট ৬,৫০,৯১৩ টাকা।
advertisement
3/6
২. ধরা যাক, কেউ প্রতি মাসে পিপিএফ-এ ৩০০০ টাকা করে বিনিয়োগ করছেন। তাহলে তিনি বছরে বিনিয়োগ করছেন ৩৬০০০ টাকা। আর ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৫,৪০,০০০ টাকা। এর উপর সুদ মিলবে ৪,৩৬,৩৭০ টাকা। যার ফলে বিনিয়োগকারী ১৫ বছর পর রিটার্ন হিসেবে হাতে পাবেন মোট ৯,৭৬,৩৭০ টাকা।
advertisement
4/6
৩. ধরা যাক, কেউ প্রতি মাসে পিপিএফ-এ ৪০০০ টাকা করে বিনিয়োগ করছেন। তাহলে তিনি বছরে বিনিয়োগ করছেন ৪৮০০০ টাকা। আর ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৭,২০,০০০ টাকা। এর উপর সুদ মিলবে ১,০০,০০০ + ৫,৮১,৮২৭ টাকা। যার ফলে বিনিয়োগকারী ১৫ বছর পর রিটার্ন হিসেবে হাতে পাবেন মোট ১৩,০১,৮২৭ টাকা।
advertisement
5/6
৪. ধরা যাক, কেউ প্রতি মাসে পিপিএফ-এ ৫০০০ টাকা করে বিনিয়োগ করছেন। তাহলে তিনি বছরে বিনিয়োগ করছেন ৬০০০০ টাকা। আর ১৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৯,০০,০০০ টাকা। এর উপর সুদ মিলবে ৭,২৭,২৮৪ টাকা। যার ফলে বিনিয়োগকারী ১৫ বছর পর রিটার্ন হিসেবে হাতে পাবেন মোট ১৬,২৭,২৮৪ টাকা।
advertisement
6/6
তবে বলে রাখা ভাল যে, বিনিয়োগকারী নিজের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। সেই সঙ্গে ১৫ বছর মেয়াদের পরে বিনিয়োগ করার ইচ্ছা থাকলে সেটা করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Investments and Returns: PPF-এ মাসে মাসে ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা বিনিয়োগে কত রিটার্ন পাবেন? জেনে নিন হিসেব