মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই ২৬ লাখ টাকার মালিক, এই স্কিমে মালামাল হতে পারেন আপনিও
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
দেশের যে কোনও নাগরিক পিপিএফে বিনিয়োগ করতে পারেন। সবচেয়ে বড় কথা, নানা সুবিধার কারণে জনপ্রিয়তার বিচারেও এটা অন্যতম সেরা স্কিম।
advertisement
1/7

কোন স্কিমে সুদ বেশি? কিংবা কোন বিনিয়োগে ঝুঁকি নেই বললেই চলে? এর একটাই উত্তর, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। দেশের যে কোনও নাগরিক পিপিএফে বিনিয়োগ করতে পারেন। সবচেয়ে বড় কথা, নানা সুবিধার কারণে জনপ্রিয়তার বিচারেও এটা অন্যতম সেরা স্কিম।
advertisement
2/7
ব্যাঙ্ক এবং পোস্ট অফিস নিজেরাই পিপিএফে বিনিয়োগের সুবিধাগুলি জানিয়ে প্রচার করে। সুদ, করমুক্ত বিনিয়োগ এবং মেয়াদ শেষে পুরো টাকা গ্রাহকের হাতে। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখলে লাভ বইকি! পিপিএফের মেয়াদ ১৫ বছর। তবে ১৫ বছর পর মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো যায়। এতে রিটার্নও রকেট গতিতে বাড়ে। মাত্র ৫ হাজার টাকার প্রাথমিক বিনিয়োগই বেড়ে হবে ২৬ লাখ টাকা।
advertisement
3/7
মেয়াদ শেষে গ্রাহক ৩টি বিকল্প পাবেন। এই বিকল্পগুলো বোঝা গুরুত্বপূর্ণ। প্রথমত, মেয়াদ শেষে পুরো টাকা তোলার সুযোগ পাওয়া যাবে। দ্বিতীয়ত, টাকা না তুললে সুদ পাওয়া যাবে। তৃতীয়ত, আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানো যাবে।
advertisement
4/7
মেয়াদ শেষে পুরো টাকা প্রত্যাহার: ম্যাচিউরিটিতে পিপিএফে জমা টাকা এবং সুদ তুলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়। এক্ষেত্রে পুরো টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। প্রাপ্ত অর্থ এবং সুদ সম্পূর্ণ করমুক্ত। এছাড়া প্রতি বছর ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে আয়করে ছাড় পাওয়া যায়। এই ১৫ বছর গ্রাহক যে টাকা জমা করেছেন তার উপরও কোনও কর দিতে হবে না।
advertisement
5/7
আরও ৫ বছর পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি: পিপিএফ স্কিমে ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানো যায়। এর জন্য ম্যাচিউরিটির একবছর আগে ব্যাঙ্ক বা পোস্ট অফিসকে জানাতে হবে। সুবিধা হল, বাড়তি মেয়াদে অকাল প্রত্যাহারের নিয়ম লাগু হয় না। অর্থাৎ গ্রাহক ইচ্ছা করলে যে কোনও সময় টাকা তুলতে পারেন।
advertisement
6/7
মেয়াদ শেষে বিনিয়োগ না বাড়িয়ে শুধু সুদ: উপরের দুটি বিকল্প না বাছলে মেয়াদপূর্তির পরেও গ্রাহকের পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। নতুন বিনিয়োগ করা যাবে না। কিন্তু মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি পাবে। এবং জমা টাকার উপর গ্রাহক সুদও পাবেন। এই মেয়াদ শেষ হলে এভাবেই আরও পাঁচ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা যায়।
advertisement
7/7
কীভাবে ৫ হাজার টাকা বেড়ে ২৬.৬৩ লক্ষ টাকা হবে: বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এখন যদি কেই এই সুদের হারে ১৫ বা ২০ বছর বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটিতে এই পরিমাণ টাকা হাতে আসবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই ২৬ লাখ টাকার মালিক, এই স্কিমে মালামাল হতে পারেন আপনিও