Investment Strategies: ৫ বছর মেয়াদে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান? কোথায় সবচেয়ে বেশি রিটার্ন মিলবে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
পাঁচ বছর সময়কে মধ্যমেয়াদি বিনিয়োগকাল হিসেবে বিবেচনা করা হয়। তাই ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য রাখাটা গুরুত্বপূর্ণ।
advertisement
1/6

অবসর পরিকল্পনায় আগে থেকে বিনিয়োগ শুরু করতে হয়। তাহলে সময় বেশি পাওয়া যাবে। রিটার্নও ভাল মিলবে। তবে দেরি হয়ে গেলেও সমস্যা নেই। বিনিয়োগটাই আসল কথা। ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই প্রথম ধাপ।
advertisement
2/6
ধরা যাক, কারও বয়স ৪৫ বছর। তিনি পাঁচ বছর মেয়াদে ২৫ লাখ টাকা বিনিয়োগ করতে চান। পাশাপাশি প্রতি মাসে আরও ১ লাখ টাকা বিনিয়োগ করার ইচ্ছে। তাহলে সবচেয়ে বেশি রিটার্ন পেতে হলে তাঁর কোথায় বিনিয়োগ করা উচিত?
advertisement
3/6
ফিনএজের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও ময়ঙ্ক ভাটনগর মনে করেন, পাঁচ বছর সময়কে মধ্যমেয়াদি বিনিয়োগকাল হিসেবে বিবেচনা করা হয়। তাই ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য রাখাটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তিনি দু’রকম বিনিয়োগের কথা বলছেন।
advertisement
4/6
স্ট্যাগার ইনভেস্টমেন্ট: ১২ মাসের জন্য লার্জ ক্যাপ ফান্ডে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে ২৫ লাখ টাকা বিনিয়োগ করা উচিত। এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানে বিনিয়োগকারী পূর্বনির্ধারিত পরিমাণ এক ফান্ড থেকে অন্য ফান্ডে স্থানান্তর করতে পারেন। এভাবে বিনিয়োগের উদ্দেশ্য হল ঝুঁকি কমানো এবং সময়ের সঙ্গে সম্পদ পুনরায় বন্টন করে রিটার্ন বাড়ানো।
advertisement
5/6
এর সঙ্গে আরও এক লাখ টাকা মাসিক বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সেই টাকা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে হবে। ময়ঙ্কের মতে, আক্রমণাত্মক রিটার্নের পিছনে না ছুটে এই ১ লাখ টাকার ৪০ শতাংশ লার্জ ক্যাপ ওরিয়েন্টেড প্ল্যানে, ব্যালেন্সড ফান্ডে ৪০ শতাংশ এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ২০ শতাংশ বিনিয়োগ করা উচিত।
advertisement
6/6
ময়ঙ্ক বলছেন, বাজারের ওঠাপড়া দেখে বিভ্রান্ত হলে চলবে না। এসআইপি চালিয়ে যেতে হবে। সম্পদ তৈরি হয় চক্রবৃদ্ধির মাধ্যমে। তাই বিনিয়োগ বন্ধ করা চলবে না। প্রত্যেকের লক্ষ্য আলাদা। বিনিয়োগের ধরনও ভিন্ন। তাই বিনিয়োগ বিশেষজ্ঞদের কাছ থেকে কাস্টমাইজড বিনিয়োগ প্ল্যান তৈরি করে নিতে পারলে সবচেয়ে ভাল। তাঁরাই বিনিয়োগকারীর প্রয়োজন এবং উদ্দেশ্য অনুযায়ী রোডম্যাপ তৈরি করে দেবেন। আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করেই বিনিয়োগ করা উচিত। তবেই কাঙ্ক্ষিত রিটার্ন মিলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Investment Strategies: ৫ বছর মেয়াদে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান? কোথায় সবচেয়ে বেশি রিটার্ন মিলবে দেখুন