TRENDING:

Investment Strategy: হাতে ২০ লাখ টাকা আছে? ৫-৭ বছরের জন্য কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন দেখুন

Last Updated:
Investment Strategy:শুধু ব্যবসায়ী নয়, বড় বিনিয়োগকারীরাও এটাই করেন। টাকা খাটান। বদলে পান মোটা রিটার্ন। সোজা কথায়, টাকা ফেলে রাখতে নেই।
advertisement
1/6
হাতে ২০ লাখ টাকা আছে? ৫-৭ বছরের জন্য কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন দেখুন
কথায় বলে, টাকায় টাকা বাড়ে। মানে টাকা থাকলে হাতে টাকা আসতেও থাকবে। সেটা কীভাবে? হাতে মোটা টাকা থাকা মানে, পুঁজি থাকা। সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে, দ্বিগুণ, তিনগুণ রিটার্ন পাওয়া যায়।
advertisement
2/6
বড় ব্যবসায়ীদের কথা ধরুন। তাঁদের হাতে মোটা টাকা আছে। সেই টাকা তাঁরা ব্যবসায় খাটাচ্ছেন। বদলে পাচ্ছেন আরও আরও টাকা। শুধু ব্যবসায়ী নয়, বড় বিনিয়োগকারীরাও এটাই করেন। টাকা খাটান। বদলে পান মোটা রিটার্ন। সোজা কথায়, টাকা ফেলে রাখতে নেই।
advertisement
3/6
ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনওভাবে ২০ লাখ টাকা পেয়েছেন। এখন ৫ থেকে ৭ বছরের জন্য তিনি সেটা বিনিয়োগ করতে চান। ঝুঁকি নিতে রাজি আছেন। তবে মূলধন সুরক্ষিত রেখে। অর্থাৎ ক্যালকুলেটেড রিস্কে তাঁর আপত্তি নেই। ফিক্সড ডিপোজিটের মতো বিনিয়োগ বিকল্প নয়, তাঁর পছন্দ মিউচুয়াল ফান্ড। কিন্তু কোন ধরণের মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ করা উচিত, যেখানে বাজার খুব বেশি ওঠানামা করবে না, নিশ্চিত রিটার্ন পাবেন?
advertisement
4/6
আর্থিক বিশেষজ্ঞ এবং রুপি উইথ রুশভ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের প্রতিষ্ঠাতা রুশভ দেশাই বলছেন, মূলধন সুরক্ষা এবং মাঝারি বৃদ্ধির জন্য ইক্যুইটি সেভিংস ফান্ডে বিনিয়োগ করা যায়। এই ধরণের হাইব্রিড ফান্ড ইক্যুইটি, আরবিট্রেজ এবং ডেট ফান্ডে বিনিয়োগ করে। খুব একটা ওঠাপড়ার মধ্যে পড়তে হয় না। ভাল রিটার্নও পাওয়া যায়।
advertisement
5/6
যেমন আইসিআইসিআই প্রু ইক্যুইটি সেভিংস ফান্ড (সর্বাধিক ২০ শতাংশ ইক্যুইটি) এবং এডেলওয়াইস ইক্যুইটি সেভিংস ফান্ড (সর্বাধিক ২৫ শতাংশ ইক্যুইটি)। গত কয়েক বছরে দুটি ফান্ড থেকে মোটা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। খুব বেশি উত্থানপতনের মধ্যেও পড়তে হয়নি। এই দুটি ফান্ডে বিনিয়োগ ভাগ করে রাখার পরামর্শ দিয়েছেন রুশভ দেশাই। তাঁর মতে, কমপক্ষে তিন বছর বিনিয়োগ ধরে রাখলে ভাল রিটার্ন মিলতে পারে।
advertisement
6/6
বর্তমানে মিউচুয়াল ফান্ড জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। এসআইপি তো বটেই, লাম্পসাম বিনিয়োগ থেকেও ভাল রিটার্ন পাওয়া যায়। কোনও কোনও ক্ষেত্রে বেশি। তবে সঠিক ফান্ড বাছতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত। রিটার্নও বাজারের উপর নির্ভর করে। বাজার চাঙ্গা থাকলে ভাল রিটার্ন মিলবে। আর বাজার পড়লে লোকসানের সম্ভাবনা। তাই বিনিয়োগ করার আগে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Investment Strategy: হাতে ২০ লাখ টাকা আছে? ৫-৭ বছরের জন্য কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল