TRENDING:

Union Bank-এ তিন বছর মেয়াদে ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছেন? কত রিটার্ন পাবেন দেখুন

Last Updated:
Union Bank Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদ শেষে সুদ সমেত ফেরত পান গ্রাহক। এফডি করার সময়ই সুদের হার ঠিক হয়ে যায়।
advertisement
1/6
Indian Bank-এ তিন বছর মেয়াদে ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছেন? কত রিটার্ন পাবেন
সবচেয়ে পছন্দের বিনিয়োগ মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। এর কারন এফডি নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন দেয়। আজকের দিনে বিনিয়োগের হাজার বিকল্প থাকলেও, এখন অনেক মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপরেই নির্ভর করেন।
advertisement
2/6
ফিক্সড ডিপোজিটে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদ শেষে সুদ সমেত ফেরত পান গ্রাহক। এফডি করার সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। ব্যাঙ্ক যদি এর মধ্যে সুদের হার পরিবর্তন করেও, তার প্রভাব বিনিয়োগের উপর পড়বে না। তবে যদি কেউ ফ্লোটিং এফডি করেন, তাহলে সুদের হার পরিবর্তিত হতে পারে।
advertisement
3/6
এফডি-তে সুদের হার নির্দিষ্ট নয়। বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম। মেয়াদও আলাদা। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। সুদের হার মোটামুটি ২.৭৫ শতাংশ থেকে ৭ শতাংশের আশপাশে থাকে। ফিক্সড ডিপোজিটে মূলত সুদের হার নির্ভর করে মেয়াদের উপর।
advertisement
4/6
ইউনিয়ন ব্যাঙ্কে ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ৩০ দিন এবং ৩১ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৪৬ দিন থেকে ৯০ দিনে ৪.৫০ শতাংশ, ৯১ দি থেকে ১২০ দিনে ৪.৮০ শতাংশ, ১২১ দিন থেকে ১৮০ দিনে ৪.৯০ শতাংশ এবং ১৮১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
advertisement
5/6
পাশাপাশি এক বছর মেয়াদি এবং ১ বছর থেকে ৩৯৮ দিনর ফিক্সড ডিপোজিটে ৬.৭৫ শতাংশ, ৩৯৯ দিন মেয়াদে ৭.২৫ শতাংশ, ৪০০ দিন থেকে ২ বছর মেয়াদে ৬.৫০ শতাংশ, ৩ বছর মেয়াদে ৬.৫০ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক।
advertisement
6/6
এখন যদি কেউ ইউনিয়ন ব্যাঙ্কে ৩ বছর মেয়াদে ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তিনি কত রিটার্ন পাবেন? আগেই বলা হয়েছে, ৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫০ শতাংশ। ফলে মেয়াদ শেষে সুদ হিসেবে মিলবে ৬৪,০২২ টাকা। অর্থাৎ তিন বছর পর ৩,৫৪,০২২ টাকা রিটার্ন মিলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Union Bank-এ তিন বছর মেয়াদে ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছেন? কত রিটার্ন পাবেন দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল