SIP Mistakes To Avoid: SIP-র মাধ্যমে বিনিয়োগ করছেন? অজান্তে এই ছোট ছোট ভুলগুলি করে ফেলছেন না তো? তাহলে কিন্তু হুড়মুড়িয়ে কমবে রিটার্নের পরিমাণও
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SIP Mistakes To Avoid: SIP-এ বিনিয়োগ করছেন কিন্তু কিছু সাধারণ ভুল করে ফেলছেন অজান্তেই? এই ছোট ভুলগুলিই আপনার রিটার্ন কমিয়ে দিতে পারে অনেকটা। কী কী ভুল এড়িয়ে চলবেন এবং রিটার্ন কীভাবে বাড়াবেন, জেনে নিন বিস্তারিতভাবে।
advertisement
1/7

ভবিষ্যৎ পরিকল্পনা করতে গেলে বা নিজের ও নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গেলে বিনিয়োগই একমাত্র ভরসা। আর এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডকে একটি দুর্দান্ত বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP)-র মাধ্যমে যে কোনও বিনিয়োগকারী সহজেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। SIP-র বৈশিষ্ট্য হল - বিনিয়োগকারী অল্প পরিমাণে শুরু করতে পারেন এবং দীর্ঘমেয়াদে তিনি একটি বড় ফান্ড তৈরি করতে পারেন। বাজারের ওঠা-পড়ার সঙ্গে যোগ রয়েছে এই স্কিমের। ফলে ঝুঁকি থাকলেও তা অবশ্য সরাসরি স্টকে টাকা বিনিয়োগের তুলনায় কিছুটা কম।
advertisement
2/7
দীর্ঘমেয়াদে গড় SIP রিটার্ন প্রায় ১২ শতাংশ বলে মনে করা হয়। যা অন্যান্য স্কিমের তুলনায় অনেক ভাল এবং মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারে অনায়াসে। তবে SIP-তে বিনিয়োগ করার সময় ছোট ছোট ভুলগুলি কিন্তু বিনিয়োগকারীর লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর তাঁদের বাম্পার রিটার্ন পাওয়ার স্বপ্নও অধরাই থেকে যেতে পারে। অর্ধেক বিনিয়োগকারী অজান্তেই এই ভুল করেন এবং ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তাই এসআইপি-তে বিনিয়োগ করার আগে এই ছোট ছোট ভুলগুলি সম্পর্কে আজকের প্রতিবেদনে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/7
স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ:খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করেন অনেকেই। কিন্তু এটা সবথেকে সাধারণ ভুল বিনিয়োগকারীদের। শুধু পরিমাণই নয়, সময় কিন্তু দীর্ঘ মেয়াদে রিটার্ন এনে দিতে পারে। দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে আরও বেশি বেশি সুবিধা লাভ করা সম্ভব। তাই দীর্ঘমেয়াদে আরও বেশি রিটার্ন পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে যেতে হবে।
advertisement
4/7
এসআইপি-র পরিমাণ আরও ভাল ভাবে জানা জরুরি:ছোট পরিমাণ দিয়ে এসআইপি শুরু করা যেতে পারে। নিজের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা না করেই অতিরিক্ত অঙ্গীকার করে ফেললে রিটার্নের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার অন্যদিকে নিজের আর্থিক লক্ষ্য না বুঝে কম বিনিয়োগ করলেও কিন্তু সমস্যা হতে পারে। নিজের আর্থিক পরিস্থিতি, রিস্ক প্রোফাইল এবং বিনিয়োগের লক্ষ্য বুঝে এসআইপি-র পরিমাণ নির্ধারণ করা আবশ্যক।
advertisement
5/7
এসআইপি-র পরিমাণ না বাড়ানো:প্রথম জীবনেই ছোট ছোট পরিমাণ দিয়ে এসআইপি শুরু করা যেতে পারে। কিন্তু নিজের আয় এবং আর্থিক লক্ষ্য বৃদ্ধি পেলে এসআইপি-র অবদানও বাড়িয়ে দিতে হবে। চাকরিক্ষেত্রে পদোন্নতি বা বেতনবৃদ্ধি হলে অথবা বোনাস এলে নিজের এসআইপি-র পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে নিজের লক্ষ্যও পরিবর্তন করতে হবে।
advertisement
6/7
নিজের প্রয়োজনকে স্বল্প বলে বিবেচনা করা কাম্য:একটি সাধারণ ভুল ধারণা হল যে, ছোট বিনিয়োগের জন্যই শুধুমাত্র বিবেচিত হয় এসআইপি। বাস্তবে কিন্তু এগুলি সকল বিনিয়োগকারীর ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা যতটা সম্ভব কম পরিমাণ দিয়ে শুরু করতে পারেন এবং বাজারের উর্ধ্বগতি থেকে উপকৃত হতে পারেন।
advertisement
7/7
সঠিক বিকল্প বাছাই:বিনিয়োগের ক্ষেত্রে গ্রোথ এবং ডিভিডেন্ড অপশনের মধ্যে বিকল্প থাকে। ডিভিডেন্ডের বিকল্প বেছে নিলে কম্পাউন্ডিং এফেক্ট কমে যায়। ফান্ডের বৃদ্ধির উপরেও প্রভাব পড়বে। অন্যদিকে এই গ্রোথ অপশনের জন্যই কিন্তু বিনিয়োগকারীর বিনিয়োগ কম্পাউন্ডিংয়ের সুবিধা লাভ করে। তবে ডিভিডেন্ড দিয়ে শুরু করলেও গ্রোথ অপশনে পরিবর্তন করা যেতে পারে। কিংবা ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট বিকল্প বেছে নিয়েও একই সুবিধা লাভ করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP Mistakes To Avoid: SIP-র মাধ্যমে বিনিয়োগ করছেন? অজান্তে এই ছোট ছোট ভুলগুলি করে ফেলছেন না তো? তাহলে কিন্তু হুড়মুড়িয়ে কমবে রিটার্নের পরিমাণও