৫৫ টাকা করে জমা করলে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা, দেখে নিন কীভাবে...
Last Updated:
advertisement
1/6

মোদি সরকারের প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন যোজনায় (PMSYM) প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়ার সুযোগ রয়েছে ৷ মোদি সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য এই যোজনা শুরু করা হয়েছে ৷ আপনার বয়স অনুযায়ী এই স্কিমে টাকা জমা করতে হবে ৷ এই যোজনায় রেজিষ্টার্ড করা ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার পরিবার যাতে এই পেনশনের সুবিধা পেতে পারে তার জন্যেও ব্যবস্থা রয়েছে ৷ স্কিম অনুযায়ী, যোজনায় আপনি যত টাকা জমা করবেন সরকারের তরফে একই অঙ্কের টাকা জমা করা হবে ৷
advertisement
2/6
কে এই যোজনার সুবিধা পাবেন... অসংগঠিত শ্রমিকরা এই সুবিধা পাবেন ৷ বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ মাসে ১৫০০০ টাকার বেশি আয় হলে এই সুবিধা মিলবে না ৷
advertisement
3/6
EPFO, NPS, ESIC এর সদস্য বা আয়কর জমা করেন যারা তারা এই স্কিমের সুবিধা পাবেন না ৷ এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্ট সঙ্গে IFSC কোড ও মোবাইল নম্বর লাগবে ৷
advertisement
4/6
আবেদন করবেন কী করে ? EPFO ওয়েবসাইট আপনি আপনার নিকটবর্তী CSC সংক্রান্ত জানতে পারবেন ৷ এছাড়া LIC এর ব্রাঞ্চ অফিস, ESIC, EPFO কেন্দ্র বা রাজ্য সরকারের লেবর অফিসে গিয়েও CSC সেন্টারের ঠিকানা জানতে পারবেন ৷
advertisement
5/6
আপনার বয়স ১৮ বছর হলে ৬০ বছর বয়সে ৩০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে ৫৫ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ২৯ বছর হলে ৬০ বছরে ৩০০০ টাকার পেনশনের জন্য ১০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ৪০ বছর বয়স হলে ৩০০০ টাকা পেনশনের জন্য ২০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷
advertisement
6/6
আর বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.epfindia.gov.in/site_docs/PDFs/MiscPDFs/Scheme_PM-SYM.pdf লিঙ্কে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৫৫ টাকা করে জমা করলে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা, দেখে নিন কীভাবে...