আর চিন্তা করতে হবে না কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য; বিশেষ এই স্কিমে বিনিয়োগ করলে মিলবে ৬৪ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, এমন কোন স্কিম আছে, যা ভবিষ্যতে কন্যাসন্তানদের কোটিপতি বানাতে পারে?
advertisement
1/10

কন্যাসন্তানদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের আর্থিক পরিকল্পনা চালাচ্ছে সরকার। আসলে পরিবারে কন্যাসন্তানের জন্ম হলে ভবিষ্যতে তার উচ্চশিক্ষা এবং বিবাহের খরচ নিয়ে উদ্বেগে থাকেন অভিভাবকেরা। পরিবারের এই উদ্বেগ লাঘব করার জন্য মূলত দুর্দান্ত স্কিম চালু করেছে সরকার। যা কন্যাসন্তানদের ধনী করতে পারে।
advertisement
2/10
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, এমন কোন স্কিম আছে, যা ভবিষ্যতে কন্যাসন্তানদের কোটিপতি বানাতে পারে? মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটি এনেছে, তার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। তবে এই স্কিমে বিনিয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা আবশ্যক।
advertisement
3/10
সুকন্যা সমৃদ্ধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়:
advertisement
4/10
কেন্দ্রীয় সরকার পরিচালিত সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে হবে -
advertisement
5/10
এই বিনিয়োগ প্রকল্পে কন্যাসন্তানের জন্মের পর অর্থাৎ তার ১০ বছর বয়স পর্যন্ত এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় যেতে হবে, যাতে কোনও ধরনের সমস্যা না হয়।
advertisement
6/10
নিজের কন্যাসন্তানের নামে ওই অ্যাকাউন্ট খুলে অভিভাবকরাই এই স্কিমে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই যোজনার মেয়াদপূর্তিতে বিনিয়োগকারীরা সহজেই একলপ্তে অনেকটাই টাকা পাবেন।
advertisement
7/10
সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি অ্যাকাউন্ট খোলার জন্য কন্যাসন্তানের আধার কার্ড, পিতামাতা বা অভিভাবকের আধার কার্ড এবং জন্ম শংসাপত্রের প্রয়োজন হয়। যাই হোক এখন স্কিমে বিনিয়োগের সুদের হার বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। আগে সুদের হার ছিল ৭.৬০ শতাংশ।
advertisement
8/10
মেয়াদপূর্তিতে কীভাবে ৬৪ লক্ষ টাকা পাওয়া যাবে?
advertisement
9/10
সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসে মাসে বিনিয়োগ করলে মেয়াদ শেষে বিনিয়োগকারীরা একসঙ্গে কয়েক লক্ষ টাকা পেয়ে যাবেন। এর জন্য বিনিয়োগকারীকে প্রতি মাসে ১২৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। এর ফলে ২১ বছর পর মেয়াদপূর্তিতে একলপ্তে প্রায় ৬৪ লক্ষ টাকা পেয়ে যাবেন বিনিয়োগকারী।
advertisement
10/10
বর্তমানে ৮ শতাংশ সুদের হারের ভিত্তিতে এই হিসেব নির্ধারণ করা হয়েছে। এই যোজনায় এই পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে কন্যাসন্তানের উচ্চশিক্ষা এবং বিবাহের খরচ নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আর চিন্তা করতে হবে না কন্যাসন্তানের ভবিষ্যতের জন্য; বিশেষ এই স্কিমে বিনিয়োগ করলে মিলবে ৬৪ লক্ষ টাকা