Post Office Savings Schemes: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে ৩.৬ লাখ টাকা রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমের হিসেব বুঝে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Post Office Schemes: পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, রেকারিং ডিপোজিট স্কিমের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
advertisement
1/8

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট পাঁচ বছর মেয়াদি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট নামেও পরিচিত। প্রতি তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করে কেন্দ্র সরকার। চক্রবৃদ্ধি হারে সুদ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা হয়। ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট, indiapost.gov.in অনুসারে ৩০ জুন ২০২৪-এ শেষ হওয়া ত্রৈমাসিকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে প্রযোজ্য সুদের হার বার্ষিক ৬.৭ শতাংশ।
advertisement
2/8
পাঁচ বছর মেয়াদি পোস্ট অফিস আরডি কীভাবে কাজ করে: পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, রেকারিং ডিপোজিট স্কিমের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলি হল –
advertisement
3/8
বিনিয়োগের সীমা: বিনিয়োগকারী ন্যূনতম ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হয়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
advertisement
4/8
অ্যাকাউন্ট খোলার নিয়ম: নগদ বা চেকে প্রাথমিক অর্থ প্রদানের মাধ্যমে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। মাসের শুরুতে অ্যাকাউন্ট খুললে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে টাকা জমা করতে হবে। আর ১৫ তারিখের পর অ্যাকাউন্ট খুললে ১৬ তারিখ থেকে মাস শেষ হওয়ার আগে টাকা জমা করার নিয়ম রয়েছে।
advertisement
5/8
মেয়াদপূর্তির সময়কাল এবং অকাল প্রত্যাহার: রেকারিং ডিপোজিটের মেয়াদ পাঁচ বছর। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছর পর অকাল প্রত্যাহার করা যায়। তবে অকাল প্রত্যাহারে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের জন্য নির্ধারিত হারে সুদ দেওয়া হয়। ম্যাচিউরিটির পর আরও পাঁচ বছরের জন্য আরডি-র মেয়াদ বাড়ানো যায়।
advertisement
6/8
বিনিয়োগে রিটার্ন: যদি কেউ প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছরের মেয়াদ শেষে তিনি ৩,৫৬,৮২৯ টাকা পাবেন। তিন বছর এবং চার বছরের শেষে অকাল প্রত্যাহারে যথাক্রমে ৬৭,৪৯২ টাকা এবং ৭০,১৯২ টাকা মিলবে।
advertisement
7/8
প্রতি মাসে ১২ হাজার টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে মিলবে ৮,৫৬,৩৯০ টাকা। তিন এবং চার বছরের শেষে অকাল প্রত্যাহার করলে হাতে আসবে যথাক্রমে ১,৬১,৯৮০ টাকা এবং ১,৬৮,৪৬০ টাকা।
advertisement
8/8
একইভাবে প্রতি মাসে ২০ হাজার টাকা বিনিয়োগ করলে পাঁচ বছর শেষে ১৪,২৭,৩১৭ টাকা রিটার্ন মিলবে। তিন এবং চার বছরের শেষে অকাল প্রত্যাহারে যথাক্রমে ২,৬৯,৯৬৭ টাকা এবং ২,৮০,৭৬৬ টাকা মিলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Savings Schemes: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে ৩.৬ লাখ টাকা রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমের হিসেব বুঝে নিন