Investment Strategy: FD থেকে ৩ গুণ রিটার্ন! ৫ লাখ টাকা এভাবে বিনিয়োগ করুন, ১৫ লাখ টাকা পাবেন !
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Investment Strategy: ব্যাঙ্ক এবং পোস্ট অফিস, দু’জায়গাতেই ফিক্সড ডিপোজিট করা যায়। মেয়াদ ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত। সুদের হারও ভিন্ন।
advertisement
1/7

ফিক্সড ডিপোজিট নিরাপদ বিনিয়োগ। কিন্তু সমস্যা হল, সুদ খুব একটা মেলে না। ফলে রিটার্নও তথৈবচ। কিন্তু অনেকেই জানেন না।, একটা কৌশলেই এফডি-এর রিটার্ন তিনগুণ হয়ে যেতে পারে। হ্যাঁ, ৫ লাখ টাকা বিনিয়োগ করলে ১৫ লাখ টাকা হাতে আসবে। কীভাবে?
advertisement
2/7
ব্যাঙ্ক এবং পোস্ট অফিস, দু’জায়গাতেই ফিক্সড ডিপোজিট করা যায়। মেয়াদ ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত। সুদের হারও ভিন্ন। তবে পোস্ট অফিসে ১,২,৩ এবং ৫ বছরের মেয়াদ রয়েছে। সুদও ভাল মেলে। তাই এখানেই পোস্ট অফিসের উদাহরণই দেওয়া হল।
advertisement
3/7
পোস্ট অফিসে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। তবে ম্যাচিউরিটিতে টাকা তুললে হবে না। ফের বিনিয়োগ করতে হবে। পাঁচ বছর করে দু’বার। সোজা কথায়, মোট ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।
advertisement
4/7
এবার এই টাকা আরও পাঁচ বছরের জন্য ফিক্সড করতে হবে। হিসেব অনুযায়ী, ১৫ বছরে শুধু সুদ থেকে আয় হবে ১০,২৪,১৪৯ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে ম্যাচিউরিটিতে ১৫,২৪,১৪৯ টাকা রিটার্ন মিলবে। অর্থাৎ বিনিয়োগের তিন গুণ টাকা হাতে পাবেন বিনিয়োগকারী।
advertisement
5/7
তবে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট এক্সটেনশনের কিছু নিয়ম রয়েছে। এক বছরের এফডিতে ম্যাচিউরিটির তারিখ থেকে ৬ মাসের মধ্যে এক্সটেনশন করতে হয়। ২ বছরের এফডিতে ম্যাচিউরিটি পিরিয়ডের ১২ মাসের এবং ৩ ও ৫ বছরের এফডিতে ১৮ মাসের মধ্যে পোস্ট অফিসকে জানাতে হয়।
advertisement
6/7
উল্লেখ্য, পোস্ট অফিসে এক বছরের ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৬.৯ শতাংশ, ২ বছর মেয়াদে বার্ষিক ৭.০০ শতাংশ, ৩ বছর মেয়াদে বার্ষিক ৭.১ শতাংশ এবং ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পান গ্রাহক।
advertisement
7/7
বলে রাখা ভাল, পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে ট্যাক্স সুবিধা পাওয়া যায়। ইনকাম ট্যাক্সের ধারা ৮০সি-এর আওতায় এই ছাড় পান করদাতা। এক অর্থবর্ষে ১.৫ লাখ টাকা পর্যন্ত ডিডাকশন দাবি করতে পারেন তিনি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Investment Strategy: FD থেকে ৩ গুণ রিটার্ন! ৫ লাখ টাকা এভাবে বিনিয়োগ করুন, ১৫ লাখ টাকা পাবেন !