৫ লাখ টাকা বিনিয়োগ করলেই মিলবে ৫০ লাখ! জীবন বদলে দেবে LIC-র এই পলিসি!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এতে ৩টি সুবিধা পাওয়া যায়- টাকা ফেরত, নিশ্চিত বোনাস এবং ডেথ বেনিফিট।
advertisement
1/5

LIC দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম বিমা কোম্পানি। প্রতিদিনই সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন ধরণের স্কিম বাজারে আনে তারা। এলআইসি-র বিমা রত্ন প্ল্যান এরকমই একটি স্কিম। এতে ৩টি সুবিধা পাওয়া যায়- টাকা ফেরত, নিশ্চিত বোনাস এবং ডেথ বেনিফিট। এই পলিসির মেয়াদ ন্যূনতম ১৫ বছর। এতে বিনিয়োগ করে ১০ গুণ পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/5
১৫ বছর মেয়াদের এই পলিসিতে বিনিয়োগকারীরা পলিসির ১৩ তম এবং ১৪ তম বছরে বিনিয়োগের উপর ২৫ শতাংশ রিটার্ন পান। একইভাবে ২০ বছর মেয়াদের পলিসিতে ১৮ এবং ১৯ তম বছরে এবং ২৫ বছর মেয়াদের পলিসিতে ২৩ এবং ২৪ তম বছরে রিটার্ন পাওয়া যায়। এই পলিসিতে বোনাসের সুবিধাও রয়েছে। প্রথম পাঁচ বছরে ১০০০ টাকায় ৫০ টাকা, পরের ৬ থেকে ১০ বছরে সেটা বেড়ে হয় ৫৫ টাকা এবং মেয়াদ শেষের বছরগুলোতে প্রতি ১০০০ টাকায় ৬০ টাকা বোনাস পাওয়া যায়।
advertisement
3/5
এলআইসি-র বিমা রত্ন প্ল্যানে সর্বনিম্ন ৯০ দিন এবং সর্বোচ্চ ৫৫ বছর বয়সে বিনিয়োগ করা যায়। ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতেই হবে। বিনিয়োগকারীর পছন্দের উপর নির্ভর করে পেমেন্ট মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে করা যেতে পারে।
advertisement
4/5
ধরা যাক ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি ১৫ বছর মেয়াদে ন্যূনতম অঙ্কের অর্থাৎ ৫ লাখ টাকা এলআইসি-র বিমা রত্ন প্ল্যানে বিনিয়োগ করলেন। তাহলে তিনি ১৩ এবং ১৪ তম বছরে বিনিয়োগের উপর ২৫ শতাংশ হারে রিটার্ন পাবেন। এছাড়াও প্রথম পাঁচ বছর প্রতি ১০০০ টাকায় ৫০ টাকা বোনাস পাবেন, যা পরবর্তী ৬ থেকে ১০ বছরে বেড়ে ৫৫ টাকা এবং শেষ পাঁচ বছরে বেড়ে ৬০ টাকা হয়ে যাবে। ম্যাচিউরিটির সময় তিনি প্রাথমিক আমানতের ১০ গুণ পর্যন্ত পাওয়ার আশা করতে পারেন অর্থাৎ ৫০ লক্ষ টাকা।
advertisement
5/5
এলআইসি-র বিমা রত্ন প্ল্যান নিরাপদ বিনিয়োগ মাধ্যম। দীর্ঘমেয়াদি সুবিধা এবং নিশ্চিত রিটার্ন, দুটোই পাওয়া যায়। এই পলিসিতে বিনিয়োগের মাধ্যমে আর্থিক লক্ষ্য অর্জনের পাশাপাশি জীবন বিমা কভারেজও পাওয়া যায়।