TRENDING:

LIC-র ধামাকা স্কিম, প্রতিদিন ৪৫ টাকা জমালেই পেয়ে যাবেন ২৫ লাখ রিটার্ন, মিলবে ডবল বোনাসও

Last Updated:
LIC Policy: কম প্রিমিয়ামে বড় কর্পাস তৈরি করতে চাইলে এলআইসির জীবন আনন্দ পলিসি আদর্শ। এটা অনেকটা টার্ম প্ল্যানের মতো।
advertisement
1/6
LIC-র ধামাকা স্কিম, প্রতিদিন ৪৫ টাকা জমালেই পেয়ে যাবেন ২৫ লাখ রিটার্ন
বিনিয়োগ এমন জায়গায় করতে হয় যেখানে টাকা নিরাপদে থাকবে, আবার মোটা টাকা রিটার্নও পাওয়া যাবে। অর্থাৎ একই সঙ্গে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। এমন স্কিম একমাত্র এলআইসি-ই দিতে পারে। কষ্টের টাকা উশুল হয়ে যাবে। এলআইসির জীবন আনন্দ পলিসি দিচ্ছে এই সুবিধা। প্রতিদিন মাত্র ৪৫ টাকা জমালেই মিলবে ২৫ লাখ টাকা রিটার্ন।
advertisement
2/6
কম প্রিমিয়ামে বড় কর্পাস তৈরি করতে চাইলে এলআইসির জীবন আনন্দ পলিসি আদর্শ। এটা অনেকটা টার্ম প্ল্যানের মতো। যতদিন পলিসি চলবে ততদিন গ্রাহককে প্রিমিয়াম দিতে হবে। তবে ম্যাচিউরিটিতে এক নয়, একাধিক সুবিধা পান গ্রাহক। এলআইসির এই স্কিমে সর্বনিম্ন সাম অ্যাসিওর্ডের পরিমাণ ১ লাখ টাকা। সর্বোচ্চ কোনও সীমা নেই।
advertisement
3/6
এলআইসির জীবন আনন্দ পলিসিতে প্রতিদিন ৪৫ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ মাসে ১৩৫৮ টাকা। আর বছরের হিসাব করলে মোট ১৬,৩০০ টাকা বিনিয়োগ করতে হবে। এভাবে ৩৫ বছর টানা বিনিয়োগ করলেই ম্যাচিউরিটিতে মিলবে ২৫ লাখ টাকা।
advertisement
4/6
প্রতি বছর ১৬,৩০০ টাকা বিনিয়োগ করলে ৩৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫,৭০,৫০০ টাকা। পলিসির মেয়াদ অনুযায়ী মূল বিমার পরিমাণ হবে ৫ লাখ টাকা। মেয়াদপূর্তিতে ৮.৬০ লাখ টাকার রিভিশনারি বোনাস এবং ১১.৫০ লাখ টাকার ফাইনাল বোনাস দেবে এলআইসি। এই স্কিমে ২ বার বোনাস দেওয়া হয়। তবে এর জন্য পলিসির মেয়াদ ন্যূনতম ১৫ বছর হতে হবে।
advertisement
5/6
জীবন আনন্দ পলিসিতে গ্রাহক কোনও কর ছাড়ের সুবিধা পান না। তবে চার ধরণের রাইডার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার এবং নিউ ক্রিটিক্যাল বেনিফিট রাইডার।
advertisement
6/6
পলিসিতে শুধুমাত্র ডেথ বেনিফিট যোগ করা হয়েছে। অর্থাৎ পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে নমিনিকে পলিসির ১২৫ শতাংশ ডেথ বেনিফিট দেওয়া হবে। একইভাবে যদি ম্যাচিউরিটির আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে সাম অ্যাসিওর্ডের সমান টাকা দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC-র ধামাকা স্কিম, প্রতিদিন ৪৫ টাকা জমালেই পেয়ে যাবেন ২৫ লাখ রিটার্ন, মিলবে ডবল বোনাসও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল