TRENDING:

সরকারি স্কিম-এ ২৫০ টাকা ইনভেস্ট করে পান ৫০ লাখ !

Last Updated:
advertisement
1/7
সরকারি স্কিম-এ ২৫০ টাকা ইনভেস্ট করে পান ৫০ লাখ !
মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা করেছেন তো? না করলে, আর একমুহূর্ত দেরী করবেন না! এখুনি করে ফেলুন! সরকার এই যোজনায় সুদের হার বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সুদের হার ৮.৫ শতাংশ। photo source: collected
advertisement
2/7
পয়লা অক্টোবর থেকে নতুন সুদের হার লাঘু হবে। আগে এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে জমা দিতে হত ১০০০ টাকা। এখন সরকার টাকার অঙ্ক কমিয়ে দিয়েছে। বর্তমানে, এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে জমা দিতে হবে মাত্র ২৫০ টাকা। photo source: collected
advertisement
3/7
২০১৪ সালের ৪ ডিসেম্বর নরেন্দ্র মোদি এই সেভিং প্ল্যানটির সূচনা করেন। অ্যাকাউন্টটি খুলতে হবে আপনার মেয়ের নামে ! আর তারপর? মেয়ের পড়াশোনা বা বিয়ের খরচের জন্য আর কোনও চিন্তা নেই! ম্যাচিওরিটির পর পাবেন বিশাল অঙ্কের টাকা। photo source: collected
advertisement
4/7
যে-কোনও পোস্ট অফিস বা অথোরাইজড ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। কী কী নথি লাগবে? সন্তানের বার্থ সার্টিফিকেট অভিভাবকের অ্যাডরেস প্রুফ ও পরিচয় পত্র যেমন র‍্যাশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই নথিগুলো জমা দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার পর পোস্ট অফিস বা ব্যাঙ্ক পাশ বই দিয়ে দেবে। photo source: collected
advertisement
5/7
সন্তানের অভিভাবক বা লিগাল গার্জেন সন্তানের নামে এই সিঙ্গল অ্যাকাউন্টটি খুলতে পরবেন। দুই মেয়ের নামেও অ্যাকাউন্ট খোলা যাবে। কিন্তু যদি দ্বিতীয় সন্তানের জন্মের সময় আপনার যমজ সন্তান হয়, সেক্ষেত্রে তৃতীয় আর একটি অ্যাকান্ট খুলতে হবে। photo source: collected
advertisement
6/7
এই যোজনার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অ্যাক্ট-এর সেকশন ৮০ সি অনুযায়ী আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। শুধুমাত্র সুদই নয়, ম্যাচিওর করার পরও যে-টাকা পাবেন, সেটাও ট্যাক্স ফ্রি। photo source: collected
advertisement
7/7
মেয়ের ১৮ বছর বয়স হয়ে গেলে, আপনি চাইলে ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন। টাকা ম্যাচিওর করবে যখন আপনার সন্তানের বয়স হবে ২১। আগে টাকা না তুললে, সেই মসয় আপনি পাবেন ৫০ লক্ষ টাকা। যদি সন্তানের অকালমৃত্যু হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। অ্যাকাউন্টে যে টাকা থাকবে, তা অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। photo source: collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সরকারি স্কিম-এ ২৫০ টাকা ইনভেস্ট করে পান ৫০ লাখ !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল