TRENDING:

সরকারের এই স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা রাখলে মিলবে ৫৫ লাখ টাকা রিটার্ন, ভবিষ্যত নিয়ে আর চিন্তা নেই

Last Updated:
প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন মিলবে:
advertisement
1/7
সরকারের এই স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা রাখলে মিলবে ৫৫ লাখ টাকা রিটার্ন
২০১৫ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম চালু করেছিল মোদি সরকার। কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের অংশ হিসেবে এই প্রকল্প চালু হয়। এখানে ১০ বছরের কম বয়সী সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন মা-বাবা। মেয়ের ২১ বছর বয়সে পাওয়া যায় ম্যাচিউরিটির টাকা।
advertisement
2/7
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। যা ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, মান্থলি ইনকাম স্কিম বা রেকারিং ডিপোজিটের থেকে অনেক বেশি। তাছাড়া সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে বিনিয়োগ করলে আয়কর ছাড় পাওয়া যায়। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এই স্কিমে অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।
advertisement
3/7
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এসএসওয়াই স্কিমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি: প্রথমত, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে অ্যাকাউন্ট খুলতে পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে।
advertisement
4/7
-এর জন্য মেয়ের বার্থ সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি, পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র লাগবে।-ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে নথি যাচাই করার পর অ্যাকাউন্ট খোলা হবে। -অ্যাকাউন্ট খোলার পরে, অ্যাকাউন্টধারককে পাসবুকও দেওয়া হয়। -এই স্কিমে সর্বোচ্চ ২ কন্যার নামে অ্যাকাউন্ট খোলা যায়। যমজ কন্যা সন্তানের জন্ম হলে তিনটি অ্যাকাউন্ট খোলা যাবে।
advertisement
5/7
-বছরে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হয়। সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১.৫ লাখ টাকা।-সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ ১৫ বছর। তবে ম্যাচিউরিটির টাকা হাতে আসবে ২১ বছরে।
advertisement
6/7
প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন মিলবে: ধরা যাক মেয়ের ১ বছর বয়সে কেউ সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুললেন। এখন তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে টানা ১৫ বছর বিনিয়োগ করলেন। তাহলে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ১৮ লাখ টাকা। এখন ৮.২ শতাংশ সুদের হারে তিনি মোট ৫৫,৪৬,১১৮ টাকা রিটার্ন পাবেন।
advertisement
7/7
শুধু তাই নয়, সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়। অর্থাৎ বার্ষিক ১.৫ লাখ টাকার বিনিয়োগে কোনও কর দিতে হবে না। তাছাড়া সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প থেকে প্রাপ্ত রিটার্নও সম্পূর্ণ করমুক্ত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সরকারের এই স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা রাখলে মিলবে ৫৫ লাখ টাকা রিটার্ন, ভবিষ্যত নিয়ে আর চিন্তা নেই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল