ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি সুদ মিলছে NSC-তে, কত টাকা রিটার্ন পেতে পারেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই স্কিমে এখন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পিপিএফ এবং কিষাণ বিকাশ পত্রের চেয়েও বেশি সুদ মিলছে।
advertisement
1/8

চলতি বছরে এনএসসিতে সুদের হার ব্যাপক বেড়েছে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই স্কিমে এখন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পিপিএফ এবং কিষাণ বিকাশ পত্রের চেয়েও বেশি সুদ মিলছে। বর্তমানে এসএসসি-তে সুদের হার ৭.৭ শতাংশ। আগে ছিল ৭ শতাংশ। পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি।
advertisement
2/8
শুধু ফিক্সড ডিপোজিট নয়, সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে এনএসসি বর্তমানে এসসিএসএস (৮.২ শতাংশ) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার (৮ শতাংশ) পরে তৃতীয় সর্বোচ্চ সুদের হার অফার করছে।
advertisement
3/8
পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এবং মান্থলি ইনকাম অ্যাকাউন্টের সুদ এনএসসি-র চেয়ে কম।
advertisement
4/8
কত আয় করা সম্ভব: এনএসসি-র মেয়াদ ৫ বছর। এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। এরপর ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। ৭.৭ শতাংশ সুদের হারে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৪,৪৯০ টাকা পাওয়া যাবে। একইভাবে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর মেয়াদপূর্তিতে তিনি হাতে পাবেন ১,৪৪,৯০০ টাকা।
advertisement
5/8
ফিক্সড ডিপোজিটের চেয়ে ভাল: এনএসসি সরকার সমর্থিত স্কিম। তাই সম্পূর্ণ নিরাপদ। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ যোগ হয়। প্রতি বছর ১.৫ লাখ টাকা বিনিয়োগে ধারা ৮০সি-র অধীনে করছাড়ও পাওয়া যায়।
advertisement
6/8
এনএসসি-র বর্তমান সুদের হার ব্যাঙ্কের ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক ভাল। এমনকী প্রতি বছর ১.৫ লাখ টাকার অধিক বিনিয়োগেও এনএসসি স্কিম ফিক্সড ডিপোজিটের চেয়ে লাভজনক।
advertisement
7/8
২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য অর্থ মন্ত্রক এনএসসি-র সুদের হার আগের ত্রৈমাসিকের ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭ শতাংশ করে। জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে এনএসসি-র সুদের হারে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
8/8
প্রসঙ্গত, এপ্রিল-জুন মাসে, সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস মাসিক আয় স্কিম এবং পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের মতো অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির জন্য সুদের হারও বাড়িয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি সুদ মিলছে NSC-তে, কত টাকা রিটার্ন পেতে পারেন দেখে নিন!