TRENDING:

Interest Rate: PPF, Sukanya Samriddhi নিয়ে বড় আপডেট, সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

Last Updated:
Interest Rate: প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার নির্ধারণ করে কেন্দ্র সরকার।
advertisement
1/11
PPF, Sukanya Samriddhi নিয়ে বড় আপডেট, সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র
ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হারে কোনও পরিবর্তন করল না সরকার। ১ জুলাই থেকে শুরু হওয়া আগামী ত্রৈমাসিকে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম–সহ একাধিক প্রকল্পে আগের সুদের হারই বহাল থাকছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বলে রাখা ভাল, প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার নির্ধারণ করে কেন্দ্র সরকার।
advertisement
2/11
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের মতোই মিলবে”। অর্থাৎ সুদের হার যা ছিল, তাই থাকছে, কোনও পরিবর্তন হচ্ছে না। এই পরিস্থিতিতে কোন স্কিমে কত সুদ মিলছে দেখে নেওয়া যাক।
advertisement
3/11
রেকারিং ডিপোজিট: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ মিলবে। বিশেষ বিষয় হল, এতে ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায়।
advertisement
4/11
টাইম ডিপোজিট: টাইম ডিপোজিটে ১ বছরে ৬.৯ শতাংশ, ২ বছরে ৭ শতাংশ, তিন বছরে ৭.১ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
5/11
পিপিএফ: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ। বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
advertisement
6/11
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুবিধা রয়েছে। তবে সুদ ৫০ হাজার টাকার বেশি হলে, তার উপর ট্যাক্স দিতে হবে।
advertisement
7/11
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম: পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম মাসিক আয়ের প্রকল্প। বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
advertisement
8/11
এনএসসি: পাঁচ বছর মেয়াদি এনএসসিতে বার্ষিক সুদের হার ৭.৭ শতাংশ। ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধসীমা নেই।
advertisement
9/11
কিষাণ বিকাশ পত্র: কিষাণ বিকাশ পত্রে ৯ বছর ৭ মাসে টাকা দ্বিগুণ হয়ে যায়। এতে ৭.৫ শতাংশ হারে বার্ষিক সুদ মিলছে।
advertisement
10/11
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র: মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল মহিলাদের জন্য বিশেষ স্কিম। এতে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
11/11
সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। প্রতি বছর সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Interest Rate: PPF, Sukanya Samriddhi নিয়ে বড় আপডেট, সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল