Inflation Calculator: আজ থেকে পাঁচ বছর পর ১৫০০ টাকার মূল্য কত দাঁড়াবে? দেখে নিন পুরো হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Inflation Calculator: প্রতি বছরই পণ্য এবং পরিষেবার মূল্য বৃদ্ধি পায়।মূল্য বৃদ্ধির গড়কেই মুদ্রাস্ফীতির হার বলা হয়।
advertisement
1/7

ভবিষ্যতের কথা ভেবেই অর্থ সঞ্চয় করা হয়। কিন্তু রিটার্ন যদি মুদ্রাস্ফীতিকে হারাতে না পারে, তাহলে পুরোটাই লোকসান। ব্যাপারটা কী? আসলে প্রতি বছর মুদ্রার দামে পরিবর্তন হয়। এটা নির্ভর করে মুদ্রাস্ফীতর উপর।
advertisement
2/7
প্রতি বছরই পণ্য এবং পরিষেবার মূল্য বৃদ্ধি পায়।মূল্য বৃদ্ধির গড়কেই মুদ্রাস্ফীতির হার বলা হয়। উচ্চ মূল্যস্ফীতি মানে দাম দ্রুত বাড়ছে। কম মুদ্রাস্ফীতি মানে দাম ধীরে বাড়ছে। কিন্তু দাম বাড়বে, এটাই সত্য। এর কোনও হেরফের হবে না।
advertisement
3/7
এখন দাম বাড়লে টাকার মূল্য কমবে। সেটা কীভাবে? ধরা যাক আজ থেকে ৩০ বছর আগে ১০০ টাকা দিয়ে যে যে জিনিস কেনা যেত, আজ আর তা যায় না। সেই জিনিসগুলো কিনতে ১০০ টাকার অনেক বেশি খরচ করতে হয়। আগামী দিনে দাম আরও বাড়বে। ফলে সেই জিনিসগুলো কিনতে আজ যা খরচ হচ্ছে, আগামী দিনে আরও বেশি ব্যয় করতে হবে। সোজা কথায়, মুদ্রার মূল্য কমতে থাকবে।
advertisement
4/7
ন্যাশনাল স্ট্র্যাটিটিক্স অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার ২০২৪ সালের ফেরবুয়ারিতে ৫.০৯ শতাংশে নেমে এসেছে, যা চার মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৪.৮৩ শতাংশ। গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার ৫.৩৪ শতাংশ। শহরে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৪.৭৮ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামে মুদ্রাস্ফীতির হার ০.৫৬ শতাংশ বেশি।
advertisement
5/7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রস্ফীতির হারকে ২ থেকে ৬ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে। সেই হিসেবে বর্তমান মুদ্রাস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
advertisement
6/7
এখন প্রশ্ন হল, কারও হাতে যদি ১৫০০ টাকা থাকে তাহলে পাঁচ বছর পর তার মূল্য কত দাঁড়াবে। সোজা কথায়, ১৫০০ টাকা দিয়ে আজ যে যে জিনিস কেনা যাচ্ছে, পাঁচ বছর পর তা কিনতে কত টাকা খরচ হতে পারে।
advertisement
7/7
মুদ্রাস্ফীতি ক্যালকুলেটর অনুযায়ী, মুদ্রাস্ফীতির হার যদি ৭ শতাংশ ধরা হয় তাহলে পাঁচ বছর পর ২১০৩.৩৮ টাকা মূল্য দাঁড়াবে। অর্থাৎ ১৫০০ টাকায় আজ যে যে জিনিস কেনা যাচ্ছে, পাঁচ বছর পর সেই সেই জিনিস কিনতে ২১০৩.৩৮ টাকা খরচ করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Inflation Calculator: আজ থেকে পাঁচ বছর পর ১৫০০ টাকার মূল্য কত দাঁড়াবে? দেখে নিন পুরো হিসেব