Indian Railway: উত্তরবঙ্গগামী ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট, পাহাড় ঘোরার প্ল্যান ক্যানসেল না করতে হয় !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Train Ticket Booking: বন্ধে ভারত এক্সপ্রেসে ১০০ পেরিয়েছে ওয়েটিং লিস্ট, অন্যান্য ট্রেনগুলিতেও লম্বা ওয়েটিং লিস্ট, ছুটিতে পাহাড় ঘুরতে যাওয়ার হিড়িক বাড়ছে আরও
advertisement
1/6

চলতি সপ্তাহেই লম্বা ছুটি। আর এই ছুটিতে ট্রেনের টিকিটের লম্বা ওয়েটিং লিস্ট। উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনের টিকিটেই ওয়েটিং লিস্ট পড়ে গিয়েছে। কিছু ট্রেনে একশ পেরিয়ে গিয়েছে ওয়েটিং লিস্ট।
advertisement
2/6
আগামী ২৩ মে ট্রেনের টিকিটের এমন অবস্থা। কারণ এদিন অর্থাৎ ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি , যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি।
advertisement
3/6
বাঙালি এই সুযোগটা কোনওভাবেই হাতছাড়া করতে চাইছে না। বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে , তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমান টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়।
advertisement
4/6
রেল সূত্রে জানা গিয়েছে,১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২ ও ২৩ মে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে। ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩ মে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।
advertisement
5/6
পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া - পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ২৪ মে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গেছে।অন্যান্য ট্রেনের টিকেট গুলিতে লম্বা ওয়েটিং লিস্ট পড়ার আগেই ভ্রমণপিপাসু বাঙালির কাছে দ্রুত টিকিট কেটে নেওয়ার অনুরোধ রেলের।
advertisement
6/6
কারণ যে হারে টিকিটের চাহিদা রয়েছে এই সপ্তাহে তাতে অগ্রিম টিকিট না কাটলে বেড়াতে যাওয়ারপরিকল্পনা ভেস্তে যেতে পারে অনেকের।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railway: উত্তরবঙ্গগামী ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট, পাহাড় ঘোরার প্ল্যান ক্যানসেল না করতে হয় !