TRENDING:

Indian railways: পুরো ট্রেন বুক করতে কত টাকা লাগে জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন

Last Updated:
কিন্তু জানেন কী পুরো ট্রেন বুক করতে কত খরচ হয়? কিংবা কোন কোন ক্ষেত্রে ট্রেন পুরো বুক করা যায়?
advertisement
1/9
পুরো ট্রেন বুক করতে কত টাকা লাগে জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন
সকলকেই অল্প-বিস্তর ট্রেনে যাতায়াত করে। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বেশির ভাগ মানুষই রিজার্ভ টিকিট কাটে। আবার অনেকে কিছু কিছু ক্ষেত্রে তৎকালের টিকিটও কাটে। আবার কামরার ক্ষেত্রেও পছন্দের তফাৎ রয়েছে। কেউ স্লিপার কোচ পছন্দ করে আবার কেউ এসি কোচ। তবে বেশিরভাগই সিটিং বা স্লিপার টিকিট বুক করে থাকে।
advertisement
2/9
কিন্তু বড় পরিবারের ক্ষেত্রে ট্রেনে করে ভ্রমনের সময় একসঙ্গে বা এক কামরায় সিট পড়ে না বেশ কিছু ক্ষেত্রে। ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে সমাধানের সহজ উপায় হল ট্রেনের একটা কোচ পুরো বুক করে নেওয়া। আবার কিছু ক্ষেত্রে কোনও জায়গায় অনেক মানুষ একসঙ্গে যেতে চাইলে পুরো ট্রেনও বুক করে নেওয়া যায়।
advertisement
3/9
কিন্তু জানেন কি ট্রেন পুরো বুক করতে কত খরচ হয়? কিংবা কোন কোন ক্ষেত্রে ট্রেন পুরো বুক করা যায়?
advertisement
4/9
ফুল ট্যারিফ রেট (FTR) পরিষেবার নিয়ম অনুযায়ী যাত্রীরা পুরো ট্রেন বা ট্রেনে একটি কোচ বুক করতে পারে। তবে এর আগে https://www.ftr.irctc.co.in/ftr/ সাইটে গিয়ে আপনাকে একটি বিশেষ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
advertisement
5/9
ইউজার আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করতে হবে। এখানে একটি সম্পূর্ণ ট্রেন বুক করতে চান নাকি একটি কোচ বুক তার অপশন দেওয়া হবে। সেখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা বেছে নিতে হবে।
advertisement
6/9
তারপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন- কবে যাবেন? আপনি কোন কোচটি নিতে চান, ইত্যাদি। এরপর ওই কোচের ভাড়া প্রদান করতে হবে।
advertisement
7/9
আপনি আপনার পছন্দের কোচ যেমন এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এসি 2 কাম 3 টায়ার, এসি চেয়ার কার, স্লিপার বুক করতে পারেন। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যা ভাড়া তার থেকে আপনাকে ৩০ থেকে ৩৫ শতাংশ বেশি দিতে হবে। এছাড়াও একটি নিরাপত্তা আমানত দিতে হবে।
advertisement
8/9
আপনার যাত্রা শেষ হওয়ার পরে নিরাপত্তা আমানত আপনাকে ফেরত দেওয়া হবে। আপনি যদি একটি কোচ বুক করতে চান। সেক্ষেত্রে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে এটা ভ্রমণের স্থান ও দূরত্বের উপর নির্ভর করেছে। সেই অনুযায়ী এটা পরিবর্তিত হতে পারে।
advertisement
9/9
এছাড়াও আপনি যদি পুরো ট্রেন বুক করতে চান তাহলে লাগতে পারে প্রায় ৯ লাখ টাকা পর্যন্ত। কিন্তু আপনাকে এই রিজার্ভেশন ৩০ দিন থেকে ৬ মাস আগে বুক করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian railways: পুরো ট্রেন বুক করতে কত টাকা লাগে জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল