TRENDING:

Indian Railways: কোচে কোচে এলইডি টিভি এবার রাজ্যেও! আজ থেকে লোকাল ট্রেনেও দেখা যাবে টেলিভিশন! কোন কোন ট্রেনে থাকবে সুবিধে? জানুন

Last Updated:
Indian Railways: টিভির স্ক্রিনের মোট মাপের একটি অংশে যাত্রীরা দেখতে পাবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান৷ খেলা, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা।
advertisement
1/6
কোচে কোচে এলইডি টিভি এবার রাজ্যেও! আজ থেকে লোকাল ট্রেনেও দেখা যাবে টেলিভিশন!
আজ থেকে লোকাল ট্রেনে যাত্রা করার একঘেয়েমি কাটতে নয়া পরিকাঠামো আনতে চলেছে পূর্ব রেল৷ আজ থেকে লোকাল ট্রেনে থাকতে চলেছে টেলিভিশন। পূর্ব রেলের হাওড়া ডিভিশন প্রথম এই ব্যবস্থা চালু করতে চলেছে। ধাপে ধাপে বাকি ডিভিশনেও লোকাল ট্রেন বা ইএমইউ'তে থাকতে চলেছে টেলিভিশন। আজ থেকে হাওড়া স্টেশনে চালু হয়ে যাচ্ছে এই ট্রেন ইনফোটেনমেন্ট। প্রতীকী ছবি। প্রতিবেদন : আবির ঘোষাল
advertisement
2/6
প্রতিটি কোচের একেবারে শেষ দুটি প্রান্তে দুটো করে মোট চারটি এলইডি টিভি বসছে। প্রতিটি টিভির মাপ হচ্ছে ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের একটি অংশে যাত্রীরা দেখতে পাবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান৷ খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ প্রতীকী ছবি। প্রতিবেদন : আবির ঘোষাল
advertisement
3/6
খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ প্রতীকী ছবি। প্রতিবেদন : আবির ঘোষাল
advertisement
4/6
তবে মূল অংশ জুড়ে আসলে রেল নানা বাণিজ্যিক ভিজুয়াল দেখিয়ে আয় করতে চায়৷ রেল সূত্রে জানানো হয়েছে, যা যা ঘোষণা করা হয়, সেগুলিই টিভিতে দেখানো হবে। যেমন, টিকিট কেটে যাতায়াত করুন, রেল লাইন পারাপার করবেন না, কামরায় ধূমপান না করা, কামরায় মদ্যপান না করা, বেআইনি সামগ্রী রেলের কামরায় না বহন করা যাবতীয় প্রচার চলবে। প্রতীকী ছবি। প্রতিবেদন : আবির ঘোষাল
advertisement
5/6
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, "মুম্বইয়ের পরে এই রাজ্যে হাওড়া ডিভিশনে চালু হচ্ছে এই ব্যবস্থা। প্রতি কোচে চারটি করে এলইডি টিভি থাকবে। ফলে ১২ কামরার কোচে মোট ৪৮'টি টিভি থাকবে। আজ সকাল ১১ঃ৫০ মিনিটের ব্যান্ডেল লোকালে এই পরিষেবা চালু হচ্ছে। ধাপে ধাপে ডিভিশনের মেন ও কর্ড শাখার ৫০'টি লোকাল ট্রেনে এই ট্রেন ইনফোটেইনমেন্ট ব্যবস্থা চালু হতে চলেছে।"
advertisement
6/6
ট্রেনের কোচে এই টিভি বসিয়েছে একটি বেসরকারি সংস্থা৷ তারা এর জন্য রেলকে বার্ষিক ৫০ লক্ষ করে টাকা আগামী তিন বছরের জন্য চুক্তিতে দেবে৷ তবে তিন বছর পরে ১০% হারে টাকা বাড়বে। এই টেলিভিশনে যা চলবে তা সবটাই রেলের সার্ভার থেকে নিয়ন্ত্রিত হবে। কোনও ভাবেই মোটরম্যান বা গার্ডের এর সাথে সম্পর্ক থাকবে না। তবে কোচে যে টিভি সেট থাকবে তার নিরাপত্তা কে দেবে তা নিয়ে চিন্তায় রেল পুলিশ। তবে এই নয়া ব্যবস্থায় যাত্রীদের জার্নি রিলিফ আসবে বলে মত রেলের। প্রতীকী ছবি। প্রতিবেদন : আবির ঘোষাল
বাংলা খবর/ছবি/কলকাতা/
Indian Railways: কোচে কোচে এলইডি টিভি এবার রাজ্যেও! আজ থেকে লোকাল ট্রেনেও দেখা যাবে টেলিভিশন! কোন কোন ট্রেনে থাকবে সুবিধে? জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল