Indian Railways: তৎকাল, দালাল কিচ্ছু লাগবে না...! এই 'কোটা'য় টিকিট কাটলেই Confirm Ticket গ্যারান্টি! জেনে নিন নির্ঝঞ্ঝাট নিয়ম
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: খরচ করতে লাগবে না দু-তিন ডবল ভাড়া! ট্রেনে কনফার্ম টিকিট কী ভাবে পাবেন সহজেই? জেনে নিন দুর্দান্ত হ্যাক!
advertisement
1/11

আপনি যদি ট্রেনে দূরপথে ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আপনার বসার এবং শোবার জন্য একটি আসন প্রয়োজন। তবে ট্রেনে সীমিত আসন ধারণক্ষমতা এবং বিপুল সংখ্যক যাত্রীর কারণে সবাই টাকা খরচ করতে চাইলেও নিশ্চিত আসন পান না।
advertisement
2/11
এমন পরিস্থিতিতে মানুষ নানা কৌশল অবলম্বন করে আসন কনফার্ম করার চেষ্টা করে। এর জন্য, তত্কাল থেকে প্রিমিয়াম তত্কাল পর্যন্ত টিকিট কাটা হয়। যার মূল্য টিকিটের মূল্যের দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত হতে পারে৷
advertisement
3/11
এই প্রসঙ্গে জেনে রাখুন কনফার্ম টিকিট পাওয়ার একটি সহজ ও সুবিধেজনক উপায়। এক্ষেত্রে একটু বাড়তি টাকা খরচ করে, আপনি নিশ্চিত আসন পেতে পারেন কোনও ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই।
advertisement
4/11
এই নিয়ম মেনে টিকিট কাটলে সেক্ষেত্রে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিতে পারেন আপনি। আপনার নিশ্চই বিশ্বাস হচ্ছে না? কিন্তু আদতে এটি সত্যি।
advertisement
5/11
ভারতীয় রেল বিভিন্ন কোটার অধীনে ট্রেনে আসন বরাদ্দ করে। এই কোটাগুলির মধ্যে একটিকে বলা হয় এন্ড-টু-এন্ড। এর বাইরেও কিছু কোটা আছে, কিন্তু আমাদের আজকের প্রতিবেদনে আমরা এই বিশেষ কোটা নিয়ে বিশদে জানাতে চলেছি যাত্রী সুবিধার্থে।
advertisement
6/11
এখন জেনে নিন ভারতীয় রেলের এই কোটা এন্ড তো এন্ড ঠিক কী? এবং এটি কী ভাবে আপনার নিশ্চিত আসন পাওয়ার সম্ভাবনা বাড়ায়।
advertisement
7/11
এন্ড-টু-এন্ড কোটা কী? ভারতীয় রেল বিশ্বাস করে যে দূরপাল্লার ট্রেনের বেশিরভাগ যাত্রায় কেবল তারাই ভ্রমণ করেন যারা শুরুর স্টেশন থেকে শেষ স্টেশনে যাচ্ছেন। অর্থাৎ যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রীর সংখ্যাই বেশি। এই কারণেই ট্রেনের বেশিরভাগ আসন এই প্রান্ত থেকে শেষ প্রান্তিক স্টেশনের যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে।
advertisement
8/11
ভারতীয় রেলওয়ের দেওয়া এক তথ্য অনুযায়ী, এন্ড-টু-এন্ড কোটার আওতায় ৭০ শতাংশ আসন সংরক্ষিত থাকে। তাই এই কোটার অধীনে টিকিট কাটলে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
advertisement
9/11
এই কোটা দিয়ে টিকিট কাটলে আপনার লাভ কী হবে? এই কোটা তাদের জন্য কনফার্ম টিকিট পেতে সাহায্য করতে পারে যারা প্রারম্ভিক স্টেশন থেকে তাদের যাত্রা শুরু করছেন এবং শেষ স্টেশনের কয়েকটি স্টেশন আগে ট্রেন যাত্রা শেষ করতে চলেছেন।
advertisement
10/11
এখানে আরও স্পষ্ট করে উদাহরণস্বরূপ জানাই, ধরুন আপনি দিল্লি থেকে একটি ট্রেনে উঠছেন এবং আপনাকে তার আগে দানাপুর, আরাহ বা যেকোনও একটি আগের স্টেশনে নামতে হবে। সেই স্টেশন পর্যন্ত টিকিট না নিয়ে আপনি দিল্লি থেকে পটনা যাওয়ার টিকিট কিনুন। অবশ্যই এর দাম ১০০-১৫০ টাকা বেশি হবে। কিন্তু তবুও এই টিকিট Tatkal বা Premium Tatkal থেকে অনেক সস্তাই হবে।
advertisement
11/11
এছাড়াও, আপনার কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে যেহেতু একটি বিশেষ কোটার আওতায় আপনি সুবিধা পাচ্ছেন। অবশ্যই, এই কৌশলটি সেইসব যাত্রীদের জন্য কার্যকরী হবে না যারা প্রান্তিক ট্রেন স্টেশনের অনেক আগেই নামতে চলেছেন৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: তৎকাল, দালাল কিচ্ছু লাগবে না...! এই 'কোটা'য় টিকিট কাটলেই Confirm Ticket গ্যারান্টি! জেনে নিন নির্ঝঞ্ঝাট নিয়ম