Indian Bank: ইন্ডিয়ান ব্যাঙ্কে ২ বছরের জন্য ১ লাখ টাকা জমা করলে কত রিটার্ন পাবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Indian Bank: পাবলিক সেক্টরের ইন্ডিয়ান ব্যাঙ্ক তার গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দুর্দান্ত সুদ দিচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD করা যাবে।
advertisement
1/6

নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
2/6
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
3/6
বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট বিনিয়োগের একটি খুবই জনপ্রিয় মাধ্যম। বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার ভিন্ন। অন্য দিকে, পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট করা যায়।
advertisement
4/6
পাবলিক সেক্টরের ইন্ডিয়ান ব্যাঙ্ক তার গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দুর্দান্ত সুদ দিচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD করা যাবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, FD-র সংশোধিত সুদের হার ১ অগাস্ট, ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে। এখন এই সরকারি ব্যাঙ্ক FD-তে ২.৮০ শতাংশ থেকে ৭.৪৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আজ আমরা ইন্ডিয়ান ব্যাঙ্কের এমন একটি FD স্কিম সম্পর্কে জানব, যেখানে ১ লাখ টাকা জমা দিয়ে ১৪,৬৬৩ টাকার আয় করা যেতে পারে।
advertisement
5/6
[caption id="attachment_2300813" align="alignnone" width="1200"] ২ বছরের FD-তে সিনিয়র সিটিজেনরা ৬.৯০ শতাংশ সুদ পাবেন -ইন্ডিয়ান ব্যাঙ্কে ৪৪৪ দিনের বিশেষ FD স্কিমে (Ind Secure Product) ৭ দিনের FD-তে সর্বনিম্ন ২.৮০ শতাংশ এবং সর্বোচ্চ ৬.৭০ শতাংশ, সিনিয়র সিটিজেনদের ৭.২০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের (৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের) ৭.৪৫ শতাংশ সুদ দিচ্ছে। এই সরকারি ব্যাঙ্কটি সাধারণ নাগরিকদের জন্য ৬.৪০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে ২ বছরের এফডিতে।</dd> <dd>[/caption]
advertisement
6/6
২ বছরের এফডিতে ১ লাখ টাকা জমা দিলে ১৪,৬৬৩ টাকা পর্যন্ত ফিক্সড সুদ পাওয়া যাবে -ইন্ডিয়ান ব্যাঙ্কে ২ বছরের এফডি স্কিমে ১,০০,০০০ টাকা জমা করলে সাধারণ নাগরিকরা মেয়াদপূর্তিতে মোট ১,১৩,৫৪০ টাকা পাবেন। এই পরিমাণে ১৩,৫৪০ টাকার স্থির সুদও অন্তর্ভুক্ত। একইভাবে, কেউ যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং ইন্ডিয়ান ব্যাঙ্কে ২ বছরের এফডিতে ১ লাখ টাকা জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে ৬.৯ শতাংশ সুদের হারে মোট ১,১৪,৬৬৩ টাকা পাবেন, যার মধ্যে ১৪,৬৬৩ টাকার ফিক্সড সুদ অন্তর্ভুক্ত। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এফডি স্কিমের অধীনে গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়ের পরে নিশ্চিত স্থির সুদ পান।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Bank: ইন্ডিয়ান ব্যাঙ্কে ২ বছরের জন্য ১ লাখ টাকা জমা করলে কত রিটার্ন পাবেন ?