TRENDING:

মার্কিন শুল্কনীতির লালচোখ সামলে ফের বাড়ল ভারতের জিডিপি! ৮.২% হারে বৃদ্ধি

Last Updated:
আমেরিকার পক্ষ থেকে শুল্ক নিয়ে জারি হয়েছিল নানান বিধি নিষেধ। সেই সমস্ত বিধি নিষেধের রক্তচোখ পেরিয়ে বাড়ল ভারতের জিডিপি।
advertisement
1/6
মার্কিন শুল্কনীতির লালচোখ সামলে ফের বাড়ল ভারতের জিডিপি! ৮.২% হারে বৃদ্ধি
আমেরিকার পক্ষ থেকে শুল্ক নিয়ে জারি হয়েছিল নানান বিধি নিষেধ। সেই সমস্ত বিধি নিষেধের রক্তচোখ পেরিয়ে বাড়ল ভারতের জিডিপি। তথ্য সূত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছে ৮.২%।
advertisement
2/6
জানা গিয়েছে, গত বছর এই জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল ৫.৬ শতাংশ। অন্যদিকে, এই বছরে প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পরিমাণ ছিল মোট ৭.৮ %। এই প্রসঙ্গে জাতীয় পরিসংখ্যান সংস্থা বা (এনএসও) জানিয়েছে, দেশের সংগঠিত ক্ষেত্র যেমন- উৎপাদন, নির্মাণ ইত্যাদি শক্তিশালী পরিষেবা ক্ষেত্র দেশের জিডিপি উন্নতিতে প্রধান হয়ে দাঁড়িয়েছে। জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকে স্থির মূল্যে জিডিপি ৪৮.৬৩ লক্ষ কোটি টাকা ছিল। যা গত এক বছর আগের ৪৪.৯৪ লক্ষ কোটি টাকার তুলনায় বেশি। জিডিপি ৮.শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৫.২৫ লক্ষ কোটি টাকা।
advertisement
3/6
এই বৃদ্ধিতে প্রধান অবদান রেখেছে আর্থিক, রিয়েল এস্টেট, এবং পেশাদার পরিষেবা। এই ক্ষেত্রে মোট ১০ শতাংশ বৃদ্ধি ফলেই তৃতীয় স্তরের ক্ষেত্র গুলি শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
advertisement
4/6
অন্যদিকে একইসঙ্গে বেড়েছে মানুষের ব্যক্তিগত আয়। এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যয় বেড়েছে ৭.৯ শতাংশ। যা গত বছর এই সময় ৬.৪ শতাংশ ছিল।
advertisement
5/6
কিন্তু, এর মাঝেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কৃষিক্ষেত্রে। কিছুটা হলেও পিছিয়ে পড়েছে এই ক্ষেত্র। এইখানে বৃদ্ধির হার ৩.৫ শতাংশ। অন্যদিকে, চাঙ্গা হয়েছে বিদ্যুৎ, গ্যাস এবং জল ক্ষেত্র সেখানে বৃদ্ধির হার ৪.৪ শতাংশ।
advertisement
6/6
ভারতের প্রত্যাশার চেয়েও এই বেশি বৃদ্ধি বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসাবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মার্কিন শুল্কনীতির লালচোখ সামলে ফের বাড়ল ভারতের জিডিপি! ৮.২% হারে বৃদ্ধি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল