Post Office Schemes: পোস্ট অফিসের ধুরন্ধর এই স্কিমে পেতে পারেন দারুণ লাভ! মাসে মাসে অল্প কিছু টাকা বিনিয়োগেই জমিয়ে ফেলতে পারবেন ২৫ লক্ষ টাকা!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রত্যেকেই জীবনে আয়ের সঙ্গে কিছু সঞ্চয়ের ভাবনা করে থাকেন। আর সঞ্চয়ের সঙ্গে ভাল রিটার্নের আশাও করে থাকেন অনেকেই। পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে।
advertisement
1/6

প্রত্যেকেই জীবনে আয়ের সঙ্গে কিছু সঞ্চয়ের ভাবনা করে থাকেন। আর সঞ্চয়ের সঙ্গে ভাল রিটার্নের আশাও করে থাকেন অনেকেই। পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে।
advertisement
2/6
আর এই বিভিন্ন স্কিমগুলি অত্যন্ত জনপ্রিয় কারণ, তা অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয় । তেমনই একটি সরকারি প্রকল্প হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। নিয়মিত ভাবে বিনিয়োগ করলে যা আপনার কাছে অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠতে পারে। আর ঝুঁকিহীন এই বিনিয়োগে লাভও প্রচুর।
advertisement
3/6
যদি আপনি ঝুঁকিহীন অত্যন্ত সুবিধাজনক ইন্টারেস্ট রেট পেতে চান, তাহলে পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিম আপনার জন্যে অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। আপনি এখানে যাই বিনিয়োগ করুন না কেন, সরকারের সুরক্ষার ফলে আপনার টাকা ঝুঁকিহীন ভাবে থাকবে।
advertisement
4/6
রেকারিং ডিপোজিট আপনি শুরু করতে পারেন মাত্র ১০০ টাকায়। এবারে আপনি কীভাবে ২৫ লক্ষ টাকা আরডি থেকে করতে পারবেন?পোস্ট অফিস আরডি ক্যালকুলেটরে আপনি দেখে নিতে পারেন কীভাবে আপনি সঞ্চয় ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারেন।
advertisement
5/6
এই জন্য আপনি ১৫ হাজার টাকা আপনাকে প্রতি মাসে জমা করতে হবে। ফলে আরডি স্কিমে আপনার পাঁচ বছরে ১০ লক্ষ ৭০ হাজার ৪৯২ টাকা জমবে। ম্যাচুরিটি শেষে আপনি ১ লক্ষ ৭০ হাজার ৪৯২ টাকা পাবেন।
advertisement
6/6
যদি আপনি এই বিনিয়োগ আরও পাঁচ বছর বাড়িয়ে নেন। তাহলে ১০ বছরে আপনার এই বিনিয়োগ গিয়ে দাঁড়াবে ৭ লক্ষ ৫২ হাজার ৮২২ টাকা। এর ফলে ইন্টারেস্ট যুক্ত হয়ে আপনার টোটাল দাঁড়াবে ২৫ লক্ষ ৬২ হাজার ৮২২ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: পোস্ট অফিসের ধুরন্ধর এই স্কিমে পেতে পারেন দারুণ লাভ! মাসে মাসে অল্প কিছু টাকা বিনিয়োগেই জমিয়ে ফেলতে পারবেন ২৫ লক্ষ টাকা!