Income Tax: মায়ের মৃত্যুর পর তাঁর গয়না বিক্রি করলে কি সমস্যায় পড়তে হতে পারে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Income Tax On Gold Jewellery: মায়ের মৃত্যুর পর তাঁর সোনার গয়নার উপরে সন্তানের অধিকার থাকে। তবে সেই গয়না বিক্রি করলে কিছু ট্যাক্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
advertisement
1/6

মায়ের মৃত্যুর পর তাঁর সোনার গয়নার উপরে সন্তানের অধিকার থাকে। সাধারণত এই সোনার গয়না সন্তানদের মধ্যে ভাগ হয়ে যায়। এখন প্রশ্ন হল—এই সোনার গয়না বিক্রি করতে গেলে কোনও সমস্যার মুখোমুখি হতে হবে কি?
advertisement
2/6
নয়ডার মনোজ শর্মা এমনই প্রশ্ন করেছেন। তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে তাঁর মা মারা গিয়েছেন। মায়ের ব্যাঙ্ক লকার থেকে কিছু সোনার গয়না পাওয়া গিয়েছে। তাঁর প্রশ্ন হল—যদি তিনি সেই সোনার গয়না বিক্রি করে টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন, তাহলে কি কোনও অসুবিধা হতে পারে? এই প্রশ্নটি মানিকন্ট্রোল ট্যাক্স বিশেষজ্ঞ এবং সিএ বালবন্ত জৈনকে করেছেন।
advertisement
3/6
উইল বা উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়না নিয়ে প্রশ্ন-জৈন বলেছেন, এই প্রশ্নের উত্তর বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন—সোনার গয়নার মোট ওজন কত, মনোজ শর্মাকে যে সোনার গয়না দেওয়া হয়েছে তা কি সত্যিই উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, তাঁর বাবা কি ট্যাক্সপেয়ার ছিলেন এবং তিনি কতটা আয় ঘোষণা করতেন, মায়ের মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল এবং তাঁর কোনও আয় ছিল কি না। যদি মায়ের ব্যাঙ্ক লকারে পাওয়া সোনার গয়নার পরিমাণ খুব বেশি না হয়, তাহলে সাধারণত এমন ক্ষেত্রে কোনও ধরনের সমস্যা তৈরি হয় না।
advertisement
4/6
লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে-তিনি বলেছেন, যদি এই সোনার গয়না মনোজ শর্মার মায়েরই হয় এবং মনে হয় যে তিনি এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন বা জীবদ্দশায় ধীরে ধীরে সংগ্রহ করেছিলেন, তাহলে সাধারণত কোনও সমস্যা নেই। ধরে নেওয়া হয় যে এই গয়না ২৪ মাসের বেশি সময় আগে কেনা হয়েছে, সেক্ষেত্রে এটি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। এই গয়না বিক্রি করলে যে লাভ হবে, তার উপর ১২.৫% হারে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে।
advertisement
5/6
১ এপ্রিল ২০০১-এর আগে কেনা গয়নার জন্য নিয়ম-জৈন বলেছেন, লং টার্ম ক্যাপিটাল গেইনস (LTCG) হিসেব করা হবে শর্মার মায়ের সোনার গয়নার অ্যাকুইজিশন কস্ট এবং বিক্রয়মূল্যের পার্থক্যের ভিত্তিতে।যদি সোনার গয়না ১ এপ্রিল ২০০১-এর আগে কেনা হয়, তাহলে ওই তারিখে তার ফেয়ার মার্কেট ভ্যালু (FMV) কে ক্রয়মূল্য হিসেবে ধরা যেতে পারে।
advertisement
6/6
যদি শর্মা অ্যাসেসিং অফিসারকে বিশ্বাস করাতে ব্যর্থ হন যে তাঁর মা জীবদ্দশায় ধীরে-ধীরে এই গয়না সংগ্রহ করেছিলেন বা এটি উত্তরাধিকারসূত্রে পাওয়া, তাহলে এর উপর তাঁকে ৬০% ট্যাক্স, সঙ্গে সারচার্জ, সেস এবং সুদ—সব মিলিয়ে বেশ বড় অঙ্কের কর দিতে হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Income Tax: মায়ের মৃত্যুর পর তাঁর গয়না বিক্রি করলে কি সমস্যায় পড়তে হতে পারে ?