Ilish Price: হুড়মুড়িয়ে কমল ইলিশের দাম! তুখোড় স্বাদ-গন্ধ, চওড়া পেট, চকচকে রঙ...! বর্ষার শুরুতেই ৪০০ টন মাছ ঢুকল বাজারে, কত ওজন, কী দাম? জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ilish Price: বাজারে এল ৪০০ টন ইলিশ। আর যার ফলে ইলিশের দামে কিছুটা পতন ঘটেছে। ইলিশ কেজি প্রতি ৬০০ টাকাতে পাওয়া যাচ্ছে এখন।
advertisement
1/6

বাজারে এল ৪০০ টন ইলিশ। আর যার ফলে ইলিশের দামে কিছুটা পতন ঘটেছে। ইলিশ কেজি প্রতি ৬০০ টাকাতে পাওয়া যাচ্ছে এখন।
advertisement
2/6
অধিকাংশ ট্রলার মাছ নিয়ে ফিরে আসায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবছর আরও মাছ মিলবে মনে করছেন মৎস্যজীবীরা।
advertisement
3/6
যে ইলিশ এসেছে তার দাম থাকছে ৬০০ থেকে ১৪০০ টাকা প্রতি কেজি। ৫০০-৭০০ গ্রামের ইলিশ ৬০০ টাকাতেই মিলছে।
advertisement
4/6
বড় ইলিশ গুলির দাম ও কমেছে। আগে যেখানে ২০০০ টাকা কেজি ছিল। সেখানে এখন বড় ইলিশের কেজি ১৬০০ টাকাতে নেমেছে।
advertisement
5/6
মাছ আরও আসলে আরও দাম কমতে পারে। সেক্ষেত্রে সাধারণের নাগালে ইলিশ চলে আসবে। দাম নিয়ে আর চিন্তা থাকবে না।
advertisement
6/6
এবছর এই হারে ইলিশ পড়লে ইলিশ আর বাংলাদেশ বা অন্য দেশ থেকে আমদানি করতে করতে হবেনা। দেশের ইলিশ থেকেই সমস্ত বাজারের চাহিদা পূরণ হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ilish Price: হুড়মুড়িয়ে কমল ইলিশের দাম! তুখোড় স্বাদ-গন্ধ, চওড়া পেট, চকচকে রঙ...! বর্ষার শুরুতেই ৪০০ টন মাছ ঢুকল বাজারে, কত ওজন, কী দাম? জানুন