Business News: চারা গাছ লাগালেই টাকার বন্যা! ৫-৬৪০ গাছ রোপণ করে উপার্জনের বাম্পার সুযোগ হাতের মুঠোয়
- Published by:Arjun Neogi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মাত্র পাঁচটি চারা গাছে বসালেই মিলবে টাকা, নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কৃষকদের সহায়তা, খুব সহজ আবেদন প্রক্রিয়া
advertisement
1/11

হাওড়া: চারা গাছ লাগালেই মিলবে টাকা! নিজের জমিতে নারকেল চারা লাগিয়ে প্রতি গাছ পিছু টাকা। ইতিমধ্যেই এই সুযোগ নিয়ে বহু কৃষক লাভবান হয়েছেন। এই সুবিধা পেয়ে আরও বেশি গাছ লাগাতে উৎসাহিত তাঁরা। বর্তমান সময়ে কৃষিকাজ অলাভজনক বলতে বেশি শোনা যায়। রিপোর্টিং রাকেশ মাইতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
কিন্তু আধুনিক প্রযুক্তিতে চাষ করে বেশি লাভবান হবারও সুযোগও রয়েছে। কৃষি কার্যের উৎপাদন বাড়াতে মানুষকে উৎসাহের পাশাপাশি সুপরামর্শ দিতে কৃষিবিভাগ ও সরকারি ভাবে নানা সহযোগিতা। সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে উৎপাদন বাড়াতে। প্রতীকী ছবি ৷
advertisement
3/11
গত কয়েক বছরে কৃষি বিভাগের নানা সুবিধা পেয়ে বহু কৃষক উপকৃত। এবার নারকেল চাষীদের উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে নারকেল উন্নয়ন পর্ষদ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে অন্যতম হল চারা নারিকেল গাছ লাগিয়ে টাকা পাবে কৃষক। প্রতীকী ছবি ৷
advertisement
4/11
নারকেল প্রধানত দক্ষিন ভারতে বেশি ফলন বা চাষ হয়। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় নারকেল চাষ ভাল হয়। দক্ষিণবঙ্গের অর্থকারী ফসলের মধ্যে গুরুত্বপূর্ণ হল নারকেল। প্রতীকী ছবি ৷
advertisement
5/11
নারকেলের পাশাপাশি নারকেল গাছের প্রায় সমস্ত অংশই ব্যবহারযোগ্য। তাই নারকেল চাষের প্রতি গুরুত্ব রয়েছে। হাওড়া জেলার গ্রামাঞ্চলে ছোট ছোট নারকেল বাগান এবং বিভিন্ন চাষের জমি ও বসত জমির সীমানায় নারকেল গাছ লাগিয়ে থাকে মানুষ। প্রতীকী ছবি ৷
advertisement
6/11
গ্রামাঞ্চলে গেলেই চোখে পড়বে বড় বড় নারিকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বর্তমান সময়ে নতুন চারা গাছ লাগানোর প্রবণতা কম হয়েছে। পরিচর্যা করলে, একটি নারকেল গাছ দশকের পর দশক ভাল ফল দিতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
7/11
কিন্তু নারকেল গাছের পরিচর্যার অভাব দেখা দিয়েছে মানুষের মধ্যে। যে কারণে গাছে ফলন কম হচ্ছে। আগামী দিনে নারকেল চাষ আরও লাভজনক হতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
8/11
নারকেল চাষ লাভজনক হওয়ার সত্বেও, নতুন চালা গাছ লাগানোর প্রবণতা দারুণভাবে কম হয়েছে। সেই দিক গুরুত্ব রেখে নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সরকারিভাবে কৃষকদের উৎসাহিত করতে চারা গাছের স্কিম। যেখানে চারা নারকেল গাছ লাগালেই মিলবে টাকা। প্রতীকী ছবি ৷
advertisement
9/11
নতুন নারকেল চারা লাগালে গাছ পিছু প্রায় ৪০-৪৬ টাকা দেওয়া হয়ে থাকে। নারকেল উন্নয়ন পর্ষদের কলকাতার অফিসে সরাসরি যোগাযোগ অথবা অনলাইনে আবেদন করা যেতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
10/11
কমপক্ষে পাঁচটি গাছ এবং সর্বাধিক ৬৪০ টি গাছ বসিয়ে নারকেল উন্নয়ন পর্ষদ ( coconut development board) এর পক্ষ থেকে এই সাবসিটি পাওয়া যেতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
11/11
এ প্রসঙ্গে নারকেল উন্নয়ন পর্ষদের আধিকারিক শ্রীতমা বিশ্বাস জানান, যেকোনও ব্যক্তি জমিতে নারকেল চারা গাছ লাগিয়ে এই সুবিধা পেতে পারেন। এছাড়াও নারকেল গাছের চারা তৈরির নার্সারি, বড় নারকেল গাছের পরিচর্যা, নারকেল প্রোডাক্ট কিয়স্ক, নারকেল উন্নয়ন পর্ষদের সহযোগিতায় ডাব ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মানুষ লাভবান হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business News: চারা গাছ লাগালেই টাকার বন্যা! ৫-৬৪০ গাছ রোপণ করে উপার্জনের বাম্পার সুযোগ হাতের মুঠোয়