TRENDING:

পেট্রোল-ডিজেল গাড়ির দিন শেষ! বিশ্ব জুড়ে নিষিদ্ধ হতে চলেছে...নতুন গাড়ি কেনার আগে ভাল করে পড়ুন!

Last Updated:
Petrol-Diesel Cars: পেট্রল-ডিজেল গাড়ি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে নিষিদ্ধ হতে চলেছে! পাশ হল বিল, বন্ধ হচ্ছে আইসিই গাড়ি। ভারতও প্রস্তুতি নিচ্ছে ইভি-র দিকে যাওয়ার। পেট্রোল-ডিজেল গাড়ি বিদায়ের পথে।
advertisement
1/7
পেট্রোল-ডিজেল গাড়ির দিন শেষ! বিশ্ব জুড়ে নিষিদ্ধ হতে চলেছে...নতুন গাড়ি কেনার আগে জানুন!
বিশ্বজুড়ে ধীরে ধীরে বিদ্যুৎচালিত গাড়ির (EV) প্রচলন বাড়ছে। ২০৩৫ সাল থেকে ইউরোপের দেশগুলোতে নিষিদ্ধ হতে চলেছে পেট্রল ও ডিজেলচালিত গাড়ি (ICE - Internal Combustion Engine)।
advertisement
2/7
ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। অন্যদিকে, ভারতেও কেন্দ্রীয় সরকার EV-কে উৎসাহ দিয়ে ক্রমশ হ্রাস করছে আইসিই গাড়ির সংখ্যা।
advertisement
3/7
ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩৫ সালের পর থেকে ইউরোপের কোনও দেশে নতুন পেট্রল বা ডিজেলচালিত গাড়ি বিক্রি করা যাবে না। এমনকি, এই দশকের শেষের মধ্যেই গাড়ি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ৫৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যও নেওয়া হয়েছে।
advertisement
4/7
যদিও গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি দাবি করছে, বায়োফুয়েল বা বিকল্প জ্বালানিতে চালিত ইঞ্জিনের গাড়ি যেন অন্তত ছাড় দেওয়া হয়। ইতিমধ্যেই ইউরোপে একাধিক সংস্থা কম দামের বৈদ্যুতিক গাড়ি এনে নতুন ক্রেতাদের আকৃষ্ট করছে।
advertisement
5/7
ভারতে ইতিমধ্যেই একাধিক রাজ্যে পুরনো ডিজেল গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। নতুন ডিজেল গাড়ির রেজিস্ট্রেশন ১৫ বছরের বদলে ১০ বছর পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আগেই ২০৩৪ সালের মধ্যে আইসিই গাড়ি বিক্রি বন্ধ করার প্রস্তাব দেন। ফলে বোঝাই যাচ্ছে, ধীরে ধীরে ভারতে বিদ্যুৎচালিত গাড়ির পথ আরও প্রশস্ত হচ্ছে।
advertisement
6/7
ইউরোপীয় সংস্থাগুলির তৈরি ভক্সওয়াগেন, স্কোডা, অডি-র মতো জনপ্রিয় পেট্রল ও ডিজেল গাড়িগুলি ভবিষ্যতে আর তৈরি না হলে, সেগুলির আমদানিতেও প্রভাব পড়বে ভারতের বাজারে। যেহেতু বেশিরভাগ বিলাসবহুল গাড়ি আমদানিকৃত, তাই ইউরোপে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতে সেই গাড়িগুলি আর পাওয়া যাবে না।
advertisement
7/7
সামগ্রিকভাবে বলতে গেলে, ভারত সহ গোটা বিশ্ব ধীরে ধীরে পেট্রল-ডিজেল গাড়ির যুগ থেকে বিদ্যুৎচালিত গাড়ির যুগে প্রবেশ করছে। পরিবেশ এবং ভবিষ্যতের জন্য সঠিক দিশা দেখাতেই এই ভাবনা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পেট্রোল-ডিজেল গাড়ির দিন শেষ! বিশ্ব জুড়ে নিষিদ্ধ হতে চলেছে...নতুন গাড়ি কেনার আগে ভাল করে পড়ুন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল