১০ বছরের জন্য Fixed Deposit-এ ৫ লক্ষ টাকা রাখলে SBI আপনাকে ফেরত দেবে কত ? দেখে নিন সুদের হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যদি কেউ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে একটি থেকে এফডি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, তা দেখে নেওয়া যাক এক নজরে
advertisement
1/8

কোথায় বিনিয়োগ করবেন, তা নিয়ে সকলেই চিন্তিত। বর্তমানে বিনিয়োগ ক্ষেত্রে সাধারণ মানুষ সাহসি হয়েছেন। তবে এখনও নিশ্চিত রিটার্নের নিরাপত্তা সকলেই চান। তাই ফিক্সড ডিপোজিট (এফডি)-এর গুরুত্ব আজও একই রকম রয়েছে। এই প্রকল্পকে নিরাপদ বলেই মনে করা হয়। যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদে এফডি করা যেতে পারে। তবে বিভিন্ন ব্যাঙ্কে, বিভিন্ন মেয়াদে এফডি-র সুদের হার পরিবর্তিত হয়।
advertisement
2/8
যদি কেউ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে একটি থেকে এফডি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, তা দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/8
ধরা যাক কোনও ব্যক্তি SBI-এ পাঁচ লক্ষ টাকার এফডি করতে চান। সেক্ষেত্রে বছরে তাঁর কত লাভ হতে পারে, কোন মেয়াদে এফডি করলেই বা সব থেকে ভাল রিটার্ন পাওয়া যাবে, তার হিসেব করে নেওয়া যেতে পারে।
advertisement
4/8
প্রথমেই দেখে নেওয়া যাক এখন এফডি-তে ঠিক কতটা সুদ দিচ্ছে SBI—
advertisement
5/8
৭-৪৫ দিনের মেয়াদে ৩.০০ শতাংশ।১৮০-২১০ দিনের মেয়াদে ৫.২৫ শতাংশ। ২১১-৩৬৫ দিনের মেয়াদে ৫.৭৫ শতাংশ। ১ বছর থেকে ২ বছরের মেয়াদে ৬.৮০ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে ৭.০০ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদে ৬.৫০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে ৬.৫০ শতাংশ।
advertisement
6/8
এছাড়া, ৪০০ দিনের অমৃতকলস ডিপোজিট স্কিমে সুদের হার ৭.১০ শতাংশ।প্রবীণ নাগরিকরা এই সমস্ত এফডি-তে ০.৫০ শতাংশ বেশি সুদ পান। ৫-১০ বছর পর্যন্ত স্কিমে ১ শতাংশ বেশি সুদ পাওয়া যায়। এই সুদের হার অনুযায়ী যদি কোনও ব্যক্তি পাঁচ লক্ষ টাকা এফডি রাখতে চান তাহলে এক বছরে তিনি ৫.৭৫ শতাংশ হারে সুদ-সহ ৫,২৯,৩৭৬ টাকা পেতে পারেন।
advertisement
7/8
২ বছরে ৬.৮০ শতাংশ সুদ-সহ ৫,৭২,১৮৭ টাকা,৩ বছরে ৭.০০ শতাংশ সুদ-সহ ৬,১৫,৭২০ টাকা পেতে পারেন। ৫ বছরে ৬.৫০ শতাংশ হারে সুদ-সহ ৬,৯০,২১০ টাকা এবং ১০ বছরে ওই একই সুদের হারে ৯,৫২,৭৭৯ টাকা পেতে পারেন।
advertisement
8/8
অন্যদিকে প্রবীণ নাগরিকরা একই হিসেবে একবছরে ৬.২৫ শতাংশ সুদ-সহ ৫,৩১,৯৯০ টাকা,২ বছরে ৭.৩০ শতাংশ সুদ-সহ ৫,৭৭,৮৩৭ টাকা, ৩ বছরে ৭.৫০ শতাংশ সুদ-সহ ৬,২৪,৮৫৮ টাকা, ৫ বছরে ৭.০০ শতাংশ সুদ-সহ ৭,০৭,৩৮৯ টাকা এবং ১০ বছরে ৭.৫০ শতাংশ সুদ-সহ ১০,৫১,১৭৫ টাকা পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০ বছরের জন্য Fixed Deposit-এ ৫ লক্ষ টাকা রাখলে SBI আপনাকে ফেরত দেবে কত ? দেখে নিন সুদের হিসেব