SBI থেকে ৩ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? প্রতি মাসে কত টাকার EMI দিতে হবে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Personal Loan EMI Calculator: পার্সোনাল লোনে সুদের হারও অপেক্ষাকৃত বেশি। তাই লোন নেওয়ার আগে সব দিক ভাল করে খুঁটিয়ে দেখে নেওয়া উচিত।
advertisement
1/7

বিপদ কখনও বলে আসে না। আচমকাই আসে। আর বিপদ থেকে উদ্ধার পেতে দরকার টাকা। কিন্তু সমস্যা হল, কারও বাড়িতেই টাকা বসানো থাকে না, যে চাইলেই মিলবে। তাহলে উপায়? আত্মীয় স্বজনের কাছে হাত পাতা। নাহলে পার্সোনাল লোন।
advertisement
2/7
লোন নিলেই হবে না। সময়ে শোধ করতেও হবে। ইএমআই-এর টাকা বাকি পড়লে গুণতে হবে বাড়তি সুদ। তাছাড়া পার্সোনাল লোনে সুদের হারও অপেক্ষাকৃত বেশি। তাই লোন নেওয়ার আগে সব দিক ভাল করে খুঁটিয়ে দেখে নেওয়া উচিত।
advertisement
3/7
২১ থেকে ৫৮ বছর বয়সী চাকরিজীবীরা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন। সেলফ এমপ্লয়েডদের জন্য বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত। মাসিক আয় ন্যূনতম ১৫ হাজার টাকা হতে হবে। চাকরিজীবীদের জন্য কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
advertisement
4/7
লোনের আবেদন করার সময় পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড, ইউটিলিটি বিল (বৈদ্যুতিক বিল, ফোন বিল ইত্যাদি), ব্যাংক স্টেটমেন্ট, সেল এগ্রিমেন্ট বা প্রপার্টি পারচেজ এগ্রিমেন্ট (যদি সম্পত্তির মালিকানা থাকে) জমা দিতে হতে পারে।
advertisement
5/7
ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই থেকে ৩ বছর মেয়াদে ৩ লাখ টাকার পার্সোনাল লোন নিলেন। তাহলে মাস গেলে তাঁকে কত টাকার ইএমআই দিতে হবে? খুব সহজে এই হিসেব বের করা যায়। সুদের হার নির্ভর করে মূলত মেয়াদ এবং ক্রেডিট স্কোরের উপর। অন্যান্য ফ্যাক্টরও রয়েছে। যাইহোক, বর্তমানে এসবিআই-তে পার্সোনাল লোনে ১১.৪৫ শতাংশ হারে সুদ নেওয়া হচ্ছে। এখন দেখে নেওয়া যাক, এই সুদের হারে প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে।
advertisement
6/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৩ বছর মেয়াদে ১১.৪৫ শতাংশ সুদের হারে যদি কেউ ৩ লাখ টাকার লোন নেন, তাহলে লোন ক্যালকুলেটর অনুযায়ী, প্রতি মাসে ৯,৮৮৪ টাকার ইএমআই দিতে হবে। এই তিন বছরে তাঁকে শুধু সুদ হিসেবে ৫৫,৮৮৪ টাকা শোধ করতে হবে। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি ব্যাঙ্ককে মোট ৩ লাখ ৫৫ হাজার ৮৮৪ টাকা মেটাবেন।
advertisement
7/7
তবে কম সুদে পার্সোনাল লোন পাওয়া ভাগ্যের ব্যাপার। সুদের হার নির্ভর করে ক্রেডিট স্কোর, আয়, কোম্পানির ধরন, চাকরির স্থায়িত্ব এবং অনেক সময় ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকের কেমন সম্পর্ক, তার উপরেও।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI থেকে ৩ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? প্রতি মাসে কত টাকার EMI দিতে হবে দেখুন