Recurring Deposit: সময়ের মধ্যে রেকারিং ডিপোজিটে টাকা জমা না দিতে পারলে কী হবে ? জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Recurring Deposit: কোনও এক মাসে রেকারিং ডিপোজিট ডিউ মিস করলে কী কী হতে পারে?
advertisement
1/10

আমাদের দেশে একাধিক কারণে সবথেকে জনপ্রিয় বিনিয়োগ স্কিমের মধ্যে অন্যতম হল রেকারিং ডিপোজিট বা আরডি। আর সবথেকে বড় কথা হল, একাধিক কারণেই আরডি সেরা বিনিয়োগ বিকল্পগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে, বিশেষ করে প্রথম বারের বিনিয়োগকারীদের মধ্যে তো বটেই। আসলে ভবিষ্যতের সুরক্ষা এবং নিশ্চিত রিটার্ন দেয় বিনিয়োগকারীরা।
advertisement
2/10
রেকারিং ডিপোজিট ডিউ কী?আরডি স্কিমে প্রতি মাসে একটি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। আর প্রতি মাসে যে পরিমাণ অর্থ জমা করতে হয়, সেটাই ডিউ হিসেবে পরিচিত। অ্যাকাউন্টধারীরা প্রতি মাসে নগদ অথবা লোকাল চেকের মাধ্যমে টাকা জমা করতে পারেন।
advertisement
3/10
কোনও এক মাসে রেকারিং ডিপোজিট ডিউ মিস করলে কী কী হতে পারে?
advertisement
4/10
১. এক মাসের রেকারিং ডিপোজিট ডিউ না মেটালে সংশ্লিষ্ট ব্যাঙ্ক গ্রাহককে জরিমানা করতে পারে। আর এই বিষয়টা এক-এক ব্যাঙ্কের ক্ষেত্রে এক-এক রকম। তাই আগে থেকে এই সংক্রান্ত নিয়মকানুন পড়ে নেওয়া আবশ্যক। অর্থাৎ আরডি স্কিমের মাসিক ডিউ না মেটালে কী কী শাস্তি হতে পারে, সেটা জেনে নিতে হবে।
advertisement
5/10
২. পরপর কয়েক মাস ধরে যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ না মেটানো হয়, তাহলে গ্রাহকের আরডি অ্যাকাউন্ট পুরোপুরি ভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অথবা তিনি যতক্ষণ না সেই পরিমাণ অর্থ মেটাচ্ছেন, সেটা ততক্ষণ বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্কের উপর ভিত্তি করে সময়সীমা ৩ থেকে ৫ মাস পর্যন্ত পরিবর্তিত হতে পারে।
advertisement
6/10
৩. যদিও রেকারিং ডিপোজিট স্কিম ফ্লেক্সিবেল হলে এক মাসের জন্য ডিপোটিজ অ্যামাউন্ট জমা না-ও করতে পারেন। এর জন্য কোনও জরিমানাও দিতে হবে না।
advertisement
7/10
রেকারিং ডিপোজিট ডিউ পেমেন্ট না করার জন্য শাস্তি এড়ানোর উপায়:
advertisement
8/10
১. রেকারিং ডিপোজিট ডিউ নন-পেমেন্ট এড়ানোর একাধিক উপায় রয়েছে। এর মধ্যে অন্যতম উপায় হল, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফেসিলিটি। যেখানে ডিপোজিটের অর্থ স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
advertisement
9/10
২. যদি প্রতি মাসে রেকারিং ডিপোজিট ডিউ পরিশোধ করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে আগে থেকে টাকা জমাতে হবে। অথবা আরডি ডিপোজিটের পরিমাণ কমিয়ে দিতে হবে।
advertisement
10/10
৩. ফ্লেক্সিবেল রেকারিং ডিপোজিট স্কিম বেছে নিলে এক অথবা দুই মাস টাকা জমা না করলেও শাস্তি মিলবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Recurring Deposit: সময়ের মধ্যে রেকারিং ডিপোজিটে টাকা জমা না দিতে পারলে কী হবে ? জেনে নিন