TRENDING:

Pan-Aadhaar Link: নির্ধারিত সময়ের মধ্যে প্যান এবং আধার লিঙ্ক না করলেই সর্বনাশ, দেখে নিন কী কী হবে শাস্তি

Last Updated:
Pan-Aadhaar Link: না হলে সরকারি কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকেরা।
advertisement
1/11
নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলেই সর্বনাশ, দেখে নিন কী হবে শাস্তি
ভারতীয় নাগরিকদের জন্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড এবং আধার কার্ড অত্যন্ত জরুরি পরিচয়পত্র। মূলত আয়কর বিভাগই (আইটি) এই প্যান কার্ড প্রদান করে থাকে। তবে আধার কার্ড প্রদান করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। প্যান হল একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। এটা সাধারণত কর সংক্রান্ত বিষয়ের জন্য সমস্ত মানুষ এবং ব্যবসায়ীদের দেওয়া হয়ে থাকে। আবার আধার নম্বর হল একটি ১২-অঙ্কের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। যা সমস্ত নাগরিককেই প্রদান করা হয়ে থাকে। আর তাই প্যান এবং আধার কার্ডকে লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে আয়কর দফতর।
advertisement
2/11
আয়কর বিভাগ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে, ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে প্যান-আধার লিঙ্ক করানো আবশ্যক। এর পর সেই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন, ২০২২ তারিখ করা হয়েছিল। তবে যাঁরা গত বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে এই লিঙ্কিং করিয়েছিলেন, তাঁদের জরিমানা স্বরূপ ৫০০ টাকা দিতে হয়েছে।
advertisement
3/11
এর পর আইটি বিভাগ এই সময়সীমা আরও বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৩ করে দেয়। আর সেই সঙ্গে এই নিয়মও জারি করা হয় যে, ১ জুলাই, ২০২২ তারিখ থেকে ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্যান-আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে এই সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
advertisement
4/11
তার পর দেশজুড়ে একাধিক মহল থেকে দাবি ওঠে সময়সীমা বাড়ানোর৷ সেই দাবি মেনেই কেন্দ্রীয় সরকার প্যান-আধার লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ থেেক বাড়িয়ে করে ৩০ জুন৷ তবে জরিমানা এক্ষেত্রে এক হাজার টাকাই থাকছে৷
advertisement
5/11
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক। না হলে আয়কর বিভাগ আইটিআর নাকচ করে দেবে। সরকারি পরিষেবা পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন জানানো, ভর্তুকি লাভ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান-আধার লিঙ্ক করানো আবশ্যক।
advertisement
6/11
না হলে সরকারি কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকেরা। আবার ধরা যাক, পুরনো প্যান কার্ড নষ্ট হয়ে গেল কিংবা হারিয়ে গেল। সেই সময় প্যান-আধার লিঙ্ক করা না থাকলে নতুন প্যান কার্ড পেতে সমস্যা হবে। ফলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে প্যান-আধারের লিঙ্ক থাকা জরুরি।
advertisement
7/11
নির্ধারিত সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক করানো না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হবে। তার ফলে যে সমস্যাগুলি হতে পারে৷ নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে আইটিআর ফাইল করতে পারবেন না করদাতারা। বাকি থাকা রিটার্নস কার্যকরী হবে না এবং বাকি থাকা রিফান্ডও মিলবে না।
advertisement
8/11
উচ্চ হারে টিসিএস/টিডিএস প্রযোজ্য হবে। ফর্ম 26AS-এ টিসিএস/টিডিএস ক্রেডিট আসবে না এবং টিসিএস/টিডিএস সার্টিফিকেটও মিলবে না। টিডিএস না থাকার ফলে করদাতারা 15G/15H ডিক্লারেশন জমা করতে পারবেন না।
advertisement
9/11
প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে এই সমস্যাগুলি ট্র্যানজ্যাকশনে সমস্যা দেখা দেবে৷ ১) ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না গ্রাহকেরা। ২) ডেবিট/ক্রেডিট কার্ড মিলবে না। ৩) ৫০০০০ টাকার উর্ধ্বে মিউচুয়াল ফান্ড ইউনিট কেনা সম্ভব হবে না। ৪) এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নগদ জমা করতে পারবেন না গ্রাহকেরা। ৫) এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ক্যাশে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে-অর্ডার কেনা যাবে না।
advertisement
10/11
ব্যাঙ্ক, নিধি, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন (এনবিএফসি) ইত্যাদিতে টাইম ডিপোজিট যদি ৫০০০০ হাজার টাকার বেশি হয় অথবা একটি আর্থিক বছরে মোট জমার পরিমাণ ২৫০০০০ টাকার বেশি হয়, তা-হলে সেটা করা যাবে না।
advertisement
11/11
আরবিআই দ্বারা সংজ্ঞায়িত ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে একটি পেমেন্ট অথবা তার বেশি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি আর্থিক বর্ষে পে অর্ডার অথবা ব্যাঙ্কারের চেকের সমষ্টি ৫০০০০ টাকার উর্ধ্বে হওয়া যাবে না। পণ্য এবং পরিষেবা ক্রয়-বিক্রয়কারী কোনও ব্যক্তি ২ লক্ষ টাকার উর্ধ্বে লেনদেন করতে পারবেন না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar Link: নির্ধারিত সময়ের মধ্যে প্যান এবং আধার লিঙ্ক না করলেই সর্বনাশ, দেখে নিন কী কী হবে শাস্তি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল