নতুন PAN 2.0-এর জন্য অবশ্যই আবেদন করুন, নাহলে এই ৫ সুযোগ হারাবেন, রইল বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Pan 2.0: আয়কর দফতরের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, পুরনো প্যান কার্ড হোল্ডাররা নতুন PAN 2.0-এর জন্য আবেদন করতে পারেন। তবে এটা বাধ্যতামূলক নয়।
advertisement
1/7

নতুন PAN 2.0 প্রকল্প চালু করছে মোদি সরকার। একেবারে বিনামূল্যে মিলবে। যাঁরা প্যান কার্ডে নাম, জন্মতারিখ বা ঠিকানা আপডেট বা সংশোধন করতে চান, তাঁরা নতুন PAN 2.0-তে বিনামূল্যে করতে পারবেন। তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে, নতুন PAN 2.0-এর জন্য আবেদন করা কী বাধ্যতামূলক?
advertisement
2/7
আয়কর দফতরের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, পুরনো প্যান কার্ড হোল্ডাররা নতুন PAN 2.0-এর জন্য আবেদন করতে পারেন। তবে এটা বাধ্যতামূলক নয়। পুরনো প্যান কার্ডেই সমস্ত কাজ করা যাবে। কোনও অসুবিধা হবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, করদাতাদের অবশ্যই QR কোড দেওয়া নতুন PAN 2.0-এর জন্য আবেদন করা উচিত। এতে ৫টি বিশেষ সুবিধা মিলবে।
advertisement
3/7
নিরাপত্তা বৃদ্ধি: নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকবে, যা নকল করা কঠিন। ফলে জালিয়াতি কমবে। কিউআর কোডে এনক্রিপ্টেড ব্যক্তিগত তথ্য শুধুমাত্র সুনির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে অনুমোদিত ব্যক্তিরাই অ্যাক্সেস করতে পারেন।
advertisement
4/7
যাচাই পদ্ধতি আরও সহজ: কিউআর কোড স্ক্যানিং ফিচারের মাধ্যমে আপডেটেড প্যান কার্ডে পরিচয় আরও সহজে যাচাই করা যাবে। অন্যের প্যান নম্বর দিয়ে কোনও আর্থিক লেনদেন করা যাবে না। প্রতারণার হাত থেকে বাঁচাবে। বিশেষ করে আর্থিক লেনদেনের সময়।তথ্য সংরক্ষণ: আপগ্রেডেড প্যান কার্ডে ব্যবহারকারীর সমস্ত তথ্য আয়কর বিভাগের ফরম্যাট অনুযায়ী সাজানো হবে। ফলে খুব সহজেই সমস্ত তথ্য সংরক্ষণ করতে পারবে আয়কর বিভাগ।
advertisement
5/7
নিয়ন্ত্রক মান: নতুন PAN 2.0 সরকারি প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হচ্ছে। ফলে এতে সুরক্ষা অনেক বেশি মিলবে।প্রতারকদের হাত থেকে সুরক্ষিত: অবিকল একই রকম কিউআর কোড তৈরি করা কঠিন। ফলে প্রতারকদের কাজটা আরও জটিল হয়ে যাবে। বিশেষ করে যারা প্যান কার্ড ডুপ্লিকেট করার চেষ্টা করে। ফলে গ্রাহক অনেক বেশি সুরক্ষিত থাকবেন।
advertisement
6/7
সিগনজি-এর রতনও মনে করেন, কিউআর কোড থাকায় নতুন প্যান কার্ড অনেক বেশি সুরক্ষিত। অত্যাধুনিক এনক্রিপশন থাকায় ডুপ্লিকেট করা প্রায় অসম্ভব। ফলে গ্রাহক সুরক্ষা বাড়ার ব্যাপারে কোনও সন্দেহ নেই তাঁর।
advertisement
7/7
তবে নাঙ্গিয়া অ্যান্ডারসেনের সন্দীপ ঝুনঝুনওয়ালা কিছুটা ভিন্ন মত পোষণ করেন। তাঁর মতে, পুরনো প্যান কার্ডেও কিউআর কোড রয়েছে। তাই যে কোনও সময়েই নতুন প্যান কার্ডে আপগ্রেড করা যেতে পারে। তবে করদাতা যে সবসময় প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন, এমনটা নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
নতুন PAN 2.0-এর জন্য অবশ্যই আবেদন করুন, নাহলে এই ৫ সুযোগ হারাবেন, রইল বিস্তারিত