advertisement
1/4

অনেক সময়ই দেখা গিয়েছে যে LIC পলিসি নেওয়ার পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা ৷ আপনিও কি পলিসি নেওয়ার পর ভাবছেন যে সেটি আপনার জন্য সঠিক বা লাভবান নয় ৷ তাহলে আপনার জন্য সুখবর রয়েছে ৷
advertisement
2/4
একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি পলিসি নেওয়ার পরও সেই পলিসির টাকা ফেরত পেতে পারবেন ৷ এটাকে বলা হয় ফ্রি লুক পিরিয়ড ৷ ১৫ দিনের মধ্যে এই সুবিধা আপনি ব্যবহার করার সুযোগ পাবেন ৷ এই সময়ের মধ্যে আপনি সংস্থার পলিসি ফেরত দিতে পারবেন ৷
advertisement
3/4
ফ্রি লুক পিরিয়ড কমপক্ষে তিনবছরের জীবন বিমা বা স্বাস্থ্য বিমার উপর প্রযোজ্য ৷ পলিসির কাগজ পেয়ে যাওয়ার ১৫ দিনের মধ্যে এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷
advertisement
4/4
বিমা সংস্থার ওয়েবসাইট থেকে ফ্রি লুক পিরিয়ডের ফর্ম ডাউনলোড করতে পারবেন ৷ এতে পলিসিহোল্ডারকে পলিসির কাগজ কবে পেয়েছেন তার তারিখ, এজেন্টের ডিটেলস এবং পলিসি বাতিল করার কারন দিতে হবে ৷ এছাড়া সঙ্গে দিতে হবে পলিসির আসল কাগজ, প্রথম প্রিমিয়ামে রসিদ, ক্যানসেল চেক জমা দিতে হবে ৷ টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে গ্রাহককে তার ব্যাঙ্কের তথ্যও জমা দিতে হবে ৷