আধারের সঙ্গে প্যান কার্ডের নামের বানান মিলছে তো? আর না মিললে এই কৌশলে তা বদলে নেওয়া যেতে পারে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আইডেন্টিটি ভেরিফিকেশনের কাজে এই নথি ব্যবহৃত হয়।
advertisement
1/14

প্যান কার্ড গুরুত্বপূর্ণ নথি। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আইডেন্টিটি ভেরিফিকেশনের কাজে এই নথি ব্যবহৃত হয়। এখানেই শেষ নয়, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের জন্য প্যান কার্ডের ১০ অঙ্কের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/14
এবার মুশকিল হল, বিভিন্ন নথিতে ভুলের জন্য নামের বানান বিভিন্ন রকম থাকতে পারে। যার সঙ্গে আধার নথির অমিল হতে পারে। ফলে আধারে থাকা নাম অনুযায়ী প্যান কার্ডের নামেরও বানান থাকা উচিত। কারণ প্যান কার্ডে থাকা নাম আইনি বিষয়ের জন্য জরুরি।
advertisement
3/14
প্যান-আধার লিঙ্ক করার সময় উভয় নথিতে থাকা তথ্য যেন একটার সঙ্গে অপরটা মিলে যায়। সেটা মাথায় রাখতে হবে। নাহলে কিন্তু লিঙ্ক সফল হবে না। প্যান কার্ডে নামে ভুল থাকলে তা সংশোধন করার জন্য আধার কার্ড ব্যবহার করা উচিত। এর জন্য যে ধাপগুলি অনুসরণ করতে হবে, তা দেখে নেওয়া যাক।
advertisement
4/14
আধার তথ্য অনুযায়ী প্যান কার্ডের নাম কীভাবে পরিবর্তন করা যায়? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে
advertisement
5/14
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html) যেতে হবে। এর পর ‘প্যান কার্ড সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘চেঞ্জ/কারেকশন ইন প্যান কার্ড’ বেছে নিতে হবে। এর পর ‘অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ/কারেকশন ইন প্যান ডেটা’ পেজে যেতে হবে।
advertisement
6/14
এবার সমস্ত তথ্য প্রদান করে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। (টোকেন নম্বর নোট করে নিতে হবে) প্রাপ্ত দু’টি বিকল্পের মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। একটি হল সমস্ত নথি-সহ অ্যাপ্লিকেশন নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর অন্যটি হল ডিজিটালি ই-কেওয়াইসি এবং ই-সাইন সাবমিট করতে হবে।
advertisement
7/14
আধার ভিত্তিক ই-কেওয়াইসি অপশনের ‘ইয়েস’ লেখা বক্সে ক্লিক করতে হবে। (আধার অনুযায়ী সমস্ত তথ্য আপডেটেড হয়ে যাবে এবং সেভ অপশনে ক্লিক করতে হবে।) প্যান প্রদান করতে হবে। সেই সঙ্গে মোড বেছে নিতে হবে। যেখানে এক জন গ্রাহক আপডেটেড প্যান কার্ড পেতে চাইবেন - ফিজিক্যাল প্যান কার্ড এবং ই-প্যান অথবা শুধুমাত্র ই-প্যান।
advertisement
8/14
আধার নম্বরের শেষ ৪টি অঙ্ক প্রদান করতে হবে। এবার আধার কার্ডে প্রিন্ট করা ছবি প্যান কার্ডে রাখতে চান কি না, সেটা বেছে নিতে হবে। এর পর আধার কার্ড অনুযায়ী নিজের নাম প্রদান করতে হবে।
advertisement
9/14
প্রাথমিক তথ্য এবং প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে। সফল পেমেন্ট প্রসেসিংয়ের উপর স্ক্রিনে একটি স্বীকৃতি ভেসে উঠবে। ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
10/14
ইউআইডিএআই সার্ভার থেকে আধার অথেন্টিকেশন হবে। এর পরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ইউআইডিএআই রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে।
advertisement
11/14
ইউআইডিএআই ডেটাবেসের ঠিকানা প্যান ফর্মে চলে আসবে ওটিপি দেওয়ার পরেই। অনুমোদনের জন্য সঠিক বক্স বেছে নিতে হবে। সমস্ত তথ্য নিশ্চিত করে সাবমিট করতে হবে। এর পর আরও একটি ওটিপি আসবে। আধার-ভিত্তিক ই-সিগনেচার ব্যবহার করে আবেদনে ই-স্বাক্ষর করা যেতে পারে।
advertisement
12/14
এ তো গেল অনলাইন প্রক্রিয়ার কথা। অফলাইনেও এই কাজ করানো যেতে পারে। এর জন্য প্রথমে নিকটবর্তী প্যান ফেসিলিটেশন সেন্টারে গিয়ে ‘রিক্যুয়েস্ট ফর নিউ প্যান কার্ড অর/অ্যান্ড চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডেটা’ ফর্ম জমা করতে হবে।
advertisement
13/14
‘রিক্যুয়েস্ট ফর নিউ প্যান কার্ড অর/অ্যান্ড চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডেটা’: Protean-এর মাধ্যমে অনলাইনে https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
advertisement
14/14
UTIITSL-এর মাধ্যমে অনলাইনে https://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp পিডিএফ ডাউনলোড করতে হবে https://www.incometaxindia.gov.in/Documents/form-for-changes-in-pan.pdf
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধারের সঙ্গে প্যান কার্ডের নামের বানান মিলছে তো? আর না মিললে এই কৌশলে তা বদলে নেওয়া যেতে পারে!