TRENDING:

EPFO : PF অ্যাকাউন্টে জমা পড়ছে না টাকা ? দেখে নিন কী করতে হবে

Last Updated:
দেখে নিন টাকা জমা না পড়লে কোথায় অভিযোগ  জানাবেন ?
advertisement
1/5
PF অ্যাকাউন্টে জমা পড়ছে না টাকা ? দেখে নিন কী করতে হবে
EPFO চাকুরিজীবীদের একাধিক বিশেষ সুবিধা দিয়ে থাকে ৷ বর্তমানে ইপিএফও ২৪.৭৭ কোটি অ্যাকাউন্ট রয়েছে ৷ ইপিএফও-এর নিয়ম অনুযায়ী, সংস্থা ও কর্মীদের তরফে পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে বেসিক স্যালারি ও ডিএ-এর ১২-১২ শতাংশ টাকা জমা করা হয়ে থাকে ৷ বেতন পাওয়ার ১৫ দিনের মধ্যে এই অ্যাকাউন্টে টাকা জমা করা হয়ে থাকে ৷
advertisement
2/5
যখনই সংস্থা, কর্মীদের পিএফ-এর টাকা জমা করে থাকে তখন EPFO-র তরফে কর্মীদের একটি মেসেজ পাঠানো হয় ৷ এছাড়া কর্মচারীরা EPFO এর ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন ৷
advertisement
3/5
চিন্তার কোনও দরকার নেই- আপনার সংস্থা পিএফ-এর টাকা কেটে নিয়ে থাকলে এবং ইপিএফও-র থেকে কোনও আপডেট না আসলে চিন্তার বা ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ বিভিন্ন উপায় রয়েছে যার মাধ্যমে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করা যেতে পারে ৷
advertisement
4/5
দেখে নিন টাকা জমা না পড়লে কোথায় অভিযোগ জমা পড়বে ? অভিযোগ জানানোর জন্য সবার প্রথমে EPFO-এর ওয়েবসাইটে যেতে হবে ৷ এরপর আপনাকে Register Grievance-এ গিয়ে ক্লিক করতে হবে ৷ এরপর পিএফ নম্বর, EPS Pensioner, Employer যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে ৷ এখানে পিএফ নম্বর ও UAN এবং Security কোড এন্টার করতে হবে ৷ এবার Get Details অপশনে ক্লিক করতে হবে ৷ এবার Get OTP ক্লিক করতে হবে ৷ এবার পার্সোনাল ডিটেল দিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
5/5
আইনি তদন্ত কর্মচারীরা অভিযোগ জানানোর পর ইপিএফও সংস্থা জিজ্ঞাসাবাদ করবে ৷ যদি দেখা যায় যে কর্মীর টাকা কাটা হয়েছে এবং ইপিএফও-তে জমা পড়েনি তাহলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO : PF অ্যাকাউন্টে জমা পড়ছে না টাকা ? দেখে নিন কী করতে হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল